News update
  • Four Rare Snow Leopards Spotted on Pakistan’s Northern Peaks     |     
  • Gold becomes pricier than ever in Bangladesh      |     
  • Bangladesh mourns Pope Francis’ death; Yunus pays tribute     |     
  • Bangladesh Railway hospitals to open doors to general public     |     
  • US-Bangla launches direct flights from Dhaka to Riyadh     |     

ঋষি সুনাককে ভয় দেখালেন সৌদি যুবরাজ

গ্রীণওয়াচ ডেক্স সংঘাত 2023-10-20, 12:06pm

resize-350x230x0x0-image-244450-1697779194-ff486f54ce3c952a4ef2afdd0ddfe38b1697781973.jpg




যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক সৌদি আরব সফরে গেলে ভয় দেখিয়ে দেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এতে কোনো ধরনের নেতিবাচক আচরণ করেছেন কিনা তা প্রকাশ করেনি সৌদিগেজেট।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদে ঋষি সুনাকের সঙ্গে এক বৈঠকে মিলিত হন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

এসময় সালমান বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বেসামরিক মানুষদের ওপর ইসরায়েল যেভাবে নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে তা স্পষ্টতই জঘন্য অপরাধ। চলমান সংঘাতের বিস্তার ঘটলে তার পরিণতি হবে বিপজ্জনক।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, এই সংঘাতের যাতে বিস্তার যাতে না ঘটে সেটা নিশ্চিত করতে হবে। তা না হলে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য এর পরিণতি হবে বিপজ্জনক।

বৈঠকে সৌদি যুবরাজ সংঘাতের বিস্তার ঠেকাতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার ওপর জোরা দেন।

গাজায় ইসরায়েলের হামলার পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের আলোচনা স্থগিত করছে সৌদি আরব। নাম প্রকাশ না করে সূত্রের বক্তব্য দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে জানায়, এ আলোচনা শেষ করবে না সৌদি আরব। হামাস-ইসরায়েল সংঘাত শুরু হওয়ায় তা হিমঘরে রাখা হয়েছে।

এদিকে, সৌদি আরবের ক্ষমতাধর ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এরই মধ্যে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ করেছেন। ইরানকে একঘরে করতে বাইডেন প্রশাসনের যেসব আয়োজন, মোহাম্মদ বিন সালমানের এই ফোনালাপ সেসবের বিপরীতে অবস্থান করছে।

অপরদিকে গাজায় ইসরায়েলের হামলার পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের আলোচনা স্থগিত করছে সৌদি আরব।