News update
  • UN Probes Iran Crackdown, Alarms Over Spike in Executions     |     
  • UN Aid Push Continues Across Gaza Despite Airstrike Threats     |     
  • Hurricane Melissa displaces thousands across Caribbean     |     
  • Trump’s Nuclear Test Directive Sparks Global Alarm     |     
  • Bangladesh Lost $24B in 2024 as Extreme Heat Hits Economy     |     

গাজায় গড়ে প্রতি ১০ মিনিটে একটি শিশু নিহত হচ্ছে, বলছে সেইভ দ্য চিলড্রেন

গ্রীণওয়াচ ডেক্স সংঘাত 2023-11-09, 11:35am

resize-350x230x0x0-image-246986-1699413341-aa5cc5294b764de71c9f479f2f2031b91699508130.jpg




ফিলিস্তিনি অঞ্চলে সেইভ দ্য চিলড্রেন সংস্থার পরিচালক জেসন লি বলেছেন, গাজার শিশুরা ইসরাইল-হামাস যুদ্ধে চরম মূল্য দিচ্ছে।

ভয়েস অফ আমেরিকার কিদা কোস্ত্রেচি-কে জুমের মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সব শিশুকে সবসময়ের জন্য সুরক্ষা দিতে সব পক্ষের দায় আছে। তিনি ইসরাইল এবং হামাসকে তাৎক্ষণিক যুদ্ধ বিরতির আহবান জানান।

এক প্রশ্নের জবাবে জেসন লি বলেন, "গাজার পরিস্থিতি ভয়াবহ এবং আরও খারাপ হচ্ছে। প্রতি ১০ মিনিটে (গড়ে) একটি শিশু নিহত হচ্ছে এবং প্রতি ৫ মিনিটে একটি শিশু আহত হচ্ছে।"

যুক্তরাষ্ট্র গাজায় মানবিক যুদ্ধ বিরতি করার চেষ্টা চালাচ্ছে কিন্তু ইসরাইলের নেতা নেতানিয়াহু শুধুমাত্র কৌশলগত বিরতির কথা বিবেচনা করবেন বলে জানিয়েছেন যদি হামাস তাদের হাতে আটক জিম্মিদের মুক্তি দেয়।

এ প্রসঙ্গে জেসন লি বলেন, "যুদ্ধ বিরতি এখন অত্যাবশ্যকীয়। এটা আমাদের সুবিধার বিষয় নয় বরং জীবন বাঁচানোর জন্য এটা জরুরি। গাজার শিশুদের হাতে সময় নেই। দুই সপ্তাহ আগে প্রতি ১৫ মিনিটে একটি শিশু মারা যাচ্ছিল। এ সপ্তাহে একটি শিশু মারা যাচ্ছে প্রতি ১০ মিনিটে। যুদ্ধবিরতি না হলে আগামি সপ্তাহে অবস্থা কি দাঁড়াবে আমি তা ভাবতে চাই না।"

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিয় গুত্তেরেস ২৪ অক্টোবর ২০২৩ তারিখে নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, গাজাতে ইসরাইলের অবরোধ 'আন্তর্জাতিক মানবতা আইনের স্পষ্ট লংঘন'।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে। ভয়েস অফ আমেরিকা বাংলা।