রাশিয়ার বিরোধী নেতা আলেক্সি নাভালনির কোনও খোঁজখবর বর্তমানে পাওয়া যাচ্ছে না। তাঁর মিত্ররা জানিয়েছেন, গত বছর থেকে যে পেনাল কলোনিতে তাঁকে বন্দি করে রাখা হয়েছিল, তিনি আর সেখানে নেই।
নাভালনিকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা নিয়ে মুখ খোলেননি রুশ কর্মকর্তারা। ক্রেমলিনও এ নিয়ে কোনও মন্তব্য করেনি।
নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ বলেন, সোমবার ভিডিও লিঙ্কের মাধ্যমে আদালতে তার হাজিরা দেবার কথা ছিল, কিন্তু তা হয়নি। তিনি আরও বলেন, কারা কর্তৃপক্ষ বিদ্যুতের সমস্যার কথা উল্লেখ করেছে। কিরা জানান, ছয় দিন আগে শেষবারের মতো নাভালনির আইনজীবী ও মিত্ররা তাঁর গলা শুনতে পেয়েছেন।
চরমপন্থী ক্রিয়াকলাপের অভিযোগে আগস্ট মাসে নাভালনির ১৯ বছরের কারাদণ্ড হয়। মস্কোর ২২৫ কিলোমিটারের বেশি পূর্ব দিকে ভ্লাদিমির অঞ্চলে মেলেখোভো শহরে পেনাল কলোনি নম্বর ৬-তে সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে সাজা খাটছেন তিনি।
এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র গভীর উদ্বেগ প্রকাশ করেছে। হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কারবি বলেছেন, “তাঁকে আশু মুক্তি দেওয়া উচিত। প্রথম কথা হল, তাঁকে জেলে রাখাই উচিত হয়নি।” তথ্য সূত্র আরটিভি নিউজ।