আরৌরির হত্যা সংক্রান্ত সংবাদ সম্পর্কে কোন মন্তব্য করতে ইসরাইলের সামরিক বাহিনী অস্বীকৃতি জানায় তবে এ ধরণের আক্রমণ হামাসের প্রধান নেতাদের হত্যা করার ব্যাপারে ইসরাইলের সংকল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ।
আরৌরি ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে হামাসের উপস্থিতির নেতৃত্ব দিয়েছেন। ৭ অক্টোবর এই জঙ্গি গোষ্ঠীটি ইসরাইলের দক্ষিণাঞ্চলে হামলা চালানোর আগেই ইসরাইলের প্রধামন্ত্রী বেনিয়ামিন নেতেনিয়াহু তাকে হত্যার হুমকি দিয়েছিলেন।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে হামাসের দপ্তরে এই আক্রমণে চার জন নিহত হয়। এই দপ্তরটি লেবাননের রাজধানীর দক্ষিণাঞ্চলীয় শহরতলীর একটি ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত।
এক বিবৃতিতে হেজবুল্লাহ বলেছে, “এই অপরাধের জবাব কিংবা শাস্তিতে কোন ছাড় দেওয়া হবে না”। তারা এটিকে , “ যুদ্ধচলাকালীন একটি বিপজ্জনক ঘটনা” বলে অভিহিত করে।
ইতোমধ্যেই মঙ্গলবার সারাদিন জুড়ে ইসরাইল গাজা ভূখন্ডে বিমান আক্রমণ অব্যাহত রাখে । অধিবাসীরা গাজার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ইসরাইলি বাহিনী ও হামাস জঙ্গিদের মধ্যে লড়াইয়ের খবর দিয়েছেন।
অক্টোবর মাসে হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র অভিহিত সন্ত্রাসবাদী সংগঠন হেজবুল্লাহ ইসরাইলের উপর হামলা চালিয়ে যাচ্ছে। ভয়েস অফ আমেরিকা বাংলা।