News update
  • 40,000 people marooned in Kushtia flood; 13 schools shut     |     
  • Ganga inundates low-lying areas in Rajshahi forcing evacuation     |     
  • Yunus Invites Malaysian Investors to Explore Bangladesh     |     
  • Guterres Seeks Probe Into Gaza Journalist Killings, Hunger Deaths     |     
  • India Restricts Key Jute Imports via Land Borders     |     

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৩

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-08-12, 1:07pm

img_20250812_130446-faaa3d500953786f3d2a0402aed2594c1754982430.jpg




মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের অস্টিন শহরে একটি সুপারশপে বন্দুকধারীর হামলায় এক শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। হতাহতদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সোমবার (১১ আগস্ট) স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটের দিকে রিসার্চ বুলেভার্ডে অবস্থিত টার্গেট স্টোরের পার্কিং লটে গুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হামলাকারীর মানসিক সমস্যার ইতিহাস রয়েছে জানিয়ে অস্টিনের পুলিশপ্রধান লিসা ডেভিস জানান, তিনি একজন ত্রিশোর্ধ্ব পুরুষ।

লিসা ডেভিস জানান, হামলা চালানোর পর নিহতদের মধ্যে একজনের গাড়ি নিয়ে পালিয়ে যান হামলাকারী, অবশ্য কিছু দূরে গিয়ে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। কিছুক্ষণ পর হামলাকারী একটি গাড়ির শোরুম থেকে আরেকটি গাড়ি ছিনতাই করে। এরপর শহরের দক্ষিণাঞ্চলে সন্দেহভাজনকে গাড়ি থেকে নেমে পালাতে দেখা যায়। এ সময় আরেক ব্যক্তি পুলিশকে ফোন করলে, ঘটনাস্থলে থেকে আটক করা হয়। 

হামলার পর জরুরি সেবাদানকারী কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তিনজন ভুক্তভোগীকে দেখাতে পান। তাদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যান এবং তৃতীয় জনকে হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করা হয়।

ঘটনাটি নিয়ে তদন্ত চলছে জানিয়ে পুলিশ বলছে, এখনো হামলার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি ।