কাতারে ভয়াবহ হামলার পর মধ্যপ্রাচ্যে তুরস্ক ইসরাইলের পরবর্তী টার্গেট হতে পারে বলে আশঙ্কা বাড়ছে। এ বিষয়ে ওয়াশিংটনে, ডানপন্থি আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের একজন সিনিয়র ফেলো মাইকেল রুবিন সতর্কবার্তা দিয়েছেন ইসরাইল তার পরবর্তী হামলা তুরস্কে চালাতে পারে।
একই সাথে রুবিন সুরক্ষার জন্য তাদের ন্যাটোর ওপর নির্ভর না করার পরামর্শও দেন।
সোশ্যাল মিডিয়ায়, ইসরাইলি শিক্ষাবিদ এবং রাজনৈতিক ব্যক্তিত্ব মেইর মাসরি পোস্ট করেছেন, ‘আজ কাতার, আগামীকাল তুরস্ক।’
আঙ্কারা এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। কঠোর ভাষায়, প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের একজন সিনিয়র উপদেষ্টা লিখেছেন; শিগগিরই বিশ্ব, মানচিত্র থেকে তোমার নাম মুছে ফেলার মাধ্যমে শান্তি খুঁজে পাবে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কয়েক মাস ধরে, ইসরাইলপন্থি সংবাদমাধ্যমগুলো তুরস্কের বিরুদ্ধে তাদের বক্তব্য ক্রমাগত বাড়িয়ে তুলেছে, এটিকে ইসরাইলের সবচেয়ে বিপজ্জনক শত্রু হিসেবে চিত্রিত করেছে।
ইসরাইল পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের উপস্থিতিকে হুমকি এবং যুদ্ধ-পরবর্তী সিরিয়া পুনর্গঠনে এর ভূমিকাকে নতুন ক্রমবর্ধমান বিপদ হিসেবেও বর্ণনা করেছে।
ইসরাইলের আঞ্চলিক আগ্রাসন বাড়ানো এবং গাজায় যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ না দেখা যাওয়ায়, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আগস্ট মাসে ইসরাইলের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করে প্রতিশোধ নেন।
কাতারের উপর সাম্প্রতিক ইসরাইলের হামলা, সম্ভবত ন্যাটো মিত্র হিসেবে মার্কিন নিরাপত্তা গ্যারান্টি সম্পর্কে আঙ্কারার সন্দেহকে আরও স্পষ্ট করে তুলেছে। ওয়াশিংটনের সাথে দোহার বিশেষ মিত্র মর্যাদা থাকা সত্ত্বেও, ইসরাইলকে মার্কিন যুক্তরাষ্ট্র তেমন কোনো প্রতিক্রিয়া বা ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়নি।
যার ফলে ন্যাটো সনদ অনুসারে তুরস্কের উপর যে কোনো আক্রমণকে আমেরিকা সত্যিই নিজের উপর আক্রমণ হিসেবে দেখবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিকে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই এখন ক্রমবর্ধমানভাবে তার দেশের আঞ্চলিক সম্প্রসারণবাদী লক্ষ্য নিয়ে গর্ব করছেন। আগস্টে, যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি বৃহত্তর ইসরাইল ধারণায় বিশ্বাস করেন কিনা, তখন তিনি উত্তর দিয়েছিলেন, অবশ্যই।
গত কয়েক সপ্তাহ ধরেই, ইসরাইল গাজায় গণহত্যা এবং অধিকৃত পশ্চিম তীরে প্রায় প্রতিদিনের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি - ইয়েমেন এবং সিরিয়াতেও আক্রমণ করেছে এবং তিউনিসিয়ায় গাজার ত্রাণবহরে আঘাত করার অভিযোগ রয়েছে।