News update
  • Pakistan Reels Under Monsoon Deluge as Death Toll Climbs      |     
  • Prof Yunus stresses transparency in finalising July Charter     |     
  • Fakhrul suspects plot to thwart February polls     |     
  • UN Warns Gaza Children Face Starvation Amid Total Collapse     |     
  • Israeli crimes Continue: 27 Children Killed Daily in Gaza      |     

রাঘব-পরিণীতির বিয়ে সম্পন্ন

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2023-09-25, 8:53am

resize-350x230x0x0-image-241209-1695577469-8c23f941d46984e564e23fff9ec6b7741695610387.jpg




সাতপাকে বাঁধা পড়লেন সাম্প্রতিক সময়ের আলোচিত জুটি বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা।

রোববার (২৪ সেপ্টেম্বর) রাজস্থানের উদয়পুরে তাজ লীলা প্যালেসে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। বলিউড ও রাজনৈতিক জগতের খ্যাতনামা ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন বিয়েতে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, বলিউডের জনপ্রিয় ডিজাইনার মণীশ মালহোত্রা, সানিয়া মির্জাসহ একাধিক ভিভিআইপিরা উপস্থিত ছিলেন বিয়েতে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) থেকেই লীলা প্যালেসে শুরু হয়ে গিয়েছিল এই বিয়ের অনুষ্ঠান। একে একে অতিথিরাও আসতে শুরু করে দিয়েছিলেন। হলদি, মেহেন্দি ও সংগীতের পর রোববার ছিল গ্র্যান্ড ওয়েডিং ডে। অবশেষে সাতপাকে ঘুরলেন রাঘব ও পরিণীতি।

জানা গেছে, সদ্য বিবাহিত দম্পতির বিয়েতে আইভরি-থিম ছিল এবং অতিথিরাও এই রঙের পোশাকে সেজেছিলেন। বিয়েতে মনীশ মালহোত্রার ডিজাইনার লেহেঙ্গায় সেজেছেন পরিণীতি। অন্যদিকে রাঘবের পরনে ছিল পবন সচদেবের নকশাকৃত শেরওয়ানি।

পরিণীতির চাচাতো বোন প্রিয়াঙ্কা চোপড়া ব্যক্তিগত কারণে বিয়েতে আসতে না পারলেও পারলেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার মা মধু চোপড়া। হাই প্রোফাইল এই বিয়ে ঘিরে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা। এখন পর্যন্ত নবদম্পতির বিয়ের ছবি প্রকাশ্যে আসেনি। তথ্য সূত্র আরটিভি নিউজ।