দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় দুই তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। দীর্ঘদিন ধরেই এই জুটি প্রেমের সম্পর্কে রয়েছেন বলে কানাঘুষা শোনা যায়। যদিও নিজেরা এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো কথা বলেননি।
এবার জানা গেল, আগামী ফেব্রুয়ারিতেই আংটি বদল করতে যাচ্ছেন রাশমিকা-বিজয়।
ভারতীয় গণমাধ্যম হতে জানা গেছে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই নাকি বাগদানের ঘোষণা আসবে রাশমিকা-বিজয়ের। তবে বরাবরের মতোই আংটি বদলের বিষয়টি নিয়েও নিশ্চুপ রয়েছেন তিনি।
কয়েক দিন আগেই হায়দ্রাবাদে বিজয় দেবেরাকোন্ডার বাড়িতে দীপাবলি উদযাপন করেছেন রাশমিকা। এ ছাড়া বিভিন্ন সময়ে একসঙ্গে ছুটি কাটাতেও দেখা গেছে এই জুটিকে।
প্রসঙ্গত, বর্তমানে আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রুল’র শুটিং করছেন রাশমিকা। অন্যদিকে পরশুরাম পেটলার ‘ফ্যামিলি স্টার’ এবং নির্মাতা গৌতম তিনানুরির ‘ভিডি ১২’র কাজ করছেন বিজয়। সূত্র : নিউজ ১৮