শিশুশিল্পী হয়ে শোবিজে পা রাখেন পূজা চেরী। এরপর হয়েছেন চিত্রনায়িকা। ‘চিত্রনায়িকা’ তকমা যুক্ত করেছিল জাজ। অর্থাৎ ঢাকাই চলচ্চিত্রে জাজের মাধ্যমেই চিত্রনায়িকা হিসেবে অভিষিক্ত হন তৎকালীন শিশুশিল্পী পূজা চেরী। মাত্র ১৪ বছর বয়সেই সিনেমার নায়িকা হওয়া সম্ভব হয়েছিল জাজ মাল্টিমিডিয়ার জন্য। এরপর কাজ করেছেন বেশ কিছু চলচ্চিত্রে। অভিনয় করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়কের বিপরীতেও।
বেশ অনেকদিন হলো নতুন চলচ্চিত্রে দেখা যাচ্ছে না এই নায়িকাকে। অনেক দিন নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি তার। তবে নতুন বছর শুরুতেই নতুন খবর দিলেন পূজা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শনিবার (১৩ জানুয়ারি) গায়ক ইমরানের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, খুব শীঘ্রই বিশেষ কিছু আসছে। দেখার জন্য সাথেই থাকুন।
পূজার এমন পোস্ট দেখে সহজেই ধারণা করা যাচ্ছে নতুন সিনেমার কাজ শুরু না করলেও হয়তো ইমরানের সঙ্গে কোন মিউজিক ভিডিওতে কাজ করতে যাচ্ছেন পূজা।
এদিকে আগেই এই নায়িকা আভাস দিয়েছিলেন যে জানুয়ারির প্রথমে দিকে নতুন কাজ শুরুর কথা রয়েছে, সেই প্রস্তুতিও নিচ্ছি। এটা সিনেমা, ওটিটি এমনকি বিজ্ঞাপনচিত্রও হতে পারে। তবে যা–ই শুরু করি, দারুণ কিছুই করবেন।
প্রসঙ্গত, ২০১৮ সালে ‘নূরজাহান’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর বেশকটি সিনেমা মুক্তি পায়। সর্বশেষ পূজার ‘জ্বিন’ সিনেমা মুক্তি পেয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।