‘মির্জা’ শিরোনামে নতুন একটি ওয়েব ফিল্মের শুটিং করতে যাচ্ছেন মোশাররফ করিম। যেটি পরিচালনা করবেন সুমন আনোয়ার। গোয়েন্দা গল্পের ফিল্মটি প্রযোজনা করছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ।
সুমন আনোয়ার বলেন, ‘বিশ্বব্যাপী সিনেমা ও ওটিটি কনটেন্টের মধ্যে থ্রিলার ও গোয়েন্দা টাইপ গল্পের জনপ্রিয়তা বেশি। বাংলাদেশের দর্শকদের কাছেও। তবে আমাদের দেশেও এ জনার কাজের জনপ্রিয়তা কম নয়। গোয়েন্দা গল্প বলতে শার্লক হোমসের কথাই মনে পড়ে সবার। এর বাইরেও বিশ্বব্যাপী বহু গোয়েন্দা গল্প নিয়ে ভালো ভালো কনটেন্ট নির্মাণ হয়েছে। কিন্তু আমাদের দেশে কিন্তু সেভাবে এই টাইপ গল্প নিয়ে তেমন কাজ হয়নি। মির্জা হচ্ছে একটি গোয়েন্দা গল্প। যে গল্পের মূল চরিত্রটিই করছেন মোশাররফ করিম। তবে গল্পে তিনি আহামরি বড় কোনো গোয়েন্দা না। সাত বোনের এক ভাই। সাদামাটা চলাফেরা। তবে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন একজন মানুষ। নিজের বুদ্ধি দিয়ে রহস্য আর জটিলতার সমাধান করে।’
সিরিজটিতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করছেন পারশা ইভানা। এই ওয়েব ফিল্মের মাধ্যমেই প্রথমবার মোশাররফ করিমের বিপরীতে কাজ করছেন তিনি।
চলতি সপ্তাহেই ঢাকায় ‘মির্জা’র শুটিং শুরু হবে। প্রচার হবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ বিডিতে। প্রতিষ্ঠানটির প্রধান কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু আপাতত কনটেন্টটি নিয়ে খোলাসা করে কিছু জানাতে চাইলেন না। শুধু বললেন, দেশের বর্তমান অবস্থার কথা তো সবাই জানেন। নতুনভাবে নতুন স্বপ্ন নিয়ে দেশ এগিয়ে চলছে। আমরাও নতুন উদ্যমে শুটিং শুরু করতে যাচ্ছি। শিগগিরই কাজগুলো নিয়ে আনুষ্ঠানিকভাবে সব জানাব।
ওটিটি সিরিজ ‘মহানগর’-এ অভিনয় করে হইচই ফেলে দিয়েছিলেন মোশাররফ করিম। যে সিরিজটির দুটি সিজন প্রচার হয়েছে। দুই সিজন দিয়েই হইচই ফেলে দিয়েছেন এই অভিনেতা। সিরিজটির গল্প দেশের সাম্প্রতিক পরিস্থিতিও ফের আলোচনায় এনে দিয়েছে। তাই হইচই কর্তৃপক্ষ বিনামূল্যে সিরিজটি দেখার সুযোগ করে দিয়েছে। তথ্য সূত্র এনটিভি নিউজ।