News update
  • Tarique Rahman to Return Home With Daughter on Dec 25     |     
  • ILO praises Bangladesh’s labour reforms, new milestones     |     
  • Depositors stranded as Sammilito Islami Bank is in liquidity crisis     |     
  • BNP faces uphill task to reach seat-sharing deal with allies     |     
  • Bangladesh rejects India’s advice; vows free, fair polls     |     

প্রকাশ্যে এলো তারিক আনামের সঙ্গে থাকা ৪ অভিনয়শিল্পীর নাম

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2024-09-27, 6:48pm

grtretert-fbad6c09ac64293eba750766cce2ef611727441305.jpg




অভিনয়শিল্পী সংঘের ‘অন্তর্বর্তীকালীন প্রধান’ হয়ে দায়িত্ব পালন করছেন দেশ বরেণ্য অভিনেতা তারিক আনাম খান। তার কাজের সহায়তায় রয়েছেন আরও চার সদস্য। তাদের নাম প্রকাশ করেছে সংগঠনটি।

দেশের রাজনৈতিক নেতৃত্বের সংকট নিরসনে সংস্কারের হাওয়া লেগেছে অভিনয় শিল্পী সংঘেও। কমিটিতে সংস্কারের লক্ষ্যে অভিনয়শিল্পীরা এই মুহূর্তে দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন। চলমান এ সংকট নিরসন ও কমিটির সংস্কারের জন্য বুধবার (১৮ সেপ্টেম্বর) সাধারণ সভার ডাক দেয় অভিনয়শিল্পী সংঘ।

মহাখালীর এসকেএস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের সিদ্ধান্তে একটি ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’ গঠন করা হয়। এ কমিটির প্রধান হিসেবে নির্বাচন করা হয় তারিক আনাম খানকে। তার কাজের সহায়তার জন্য আরও ৪ সদস্যকে রাখারও সিদ্ধান্ত নেয়া হয় সাধারণ সভায়।

এ প্রসঙ্গে সাবেক সভাপতি আহসান হাবীব নাসিম বলেন, সবার সিদ্ধান্তেই নতুন ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’ গঠিত হয়েছে। চার মাস তারা দায়িত্ব পালন করবে। তবে এজন্য আমাদের ২১ সদস্যবিশিষ্ট কেউই পদত্যাগ করবেন না। আমরা শুধু দাফতরিক কার্যক্রম পরিচালনা করব। কোনো মেজর সিদ্ধান্ত নিতে হলে তা শুধু ‘অন্তর্বর্তীকালীন প্রধান’-ই নিতে পারবেন।

এদিকে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) থেকে অন্তর্বর্তী সংস্কার কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তারিক আনাম খান। নতুন কমিটিতে তারিক আনামের কাজের সহায়তায় ছিলেন আরও চারজন সদস্য। তবে তাদের পরিচয় তখন জানা যায়নি।

তাই বুধবার (২৫সেপ্টেম্বর) অনুষ্ঠিত শিল্পী সংঘের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যেখানে জানানো হয়, ১৮ সেপ্টেম্বরের সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী ‘অন্তর্বর্তীকালীন সংস্কার  কমিটি’-তে আরও চারজনকে দায়িত্ব দেয়া হয়েছে। তারা হলেন সাহানা রহমান সুমি, এ কে আজাদ সেতু, জীতু আহসান, ওয়াহিদা মল্লিক জলি। 

এ প্রসঙ্গে কমিটির প্রধান তারিক আনাম খান বলেন, পূর্ণ ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’ ঘোষণা করা হয়েছে। দু-এক দিনের মধ্যেই আমাদের কার্যক্রম শুরু করব আমরা।

প্রসঙ্গত, পূর্ণ সদস্য নিয়ে আগামী চার মাস শিল্পীদের কল্যাণে নানামুখী সংস্কারমূলক কাজ করবে বর্তমান ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’। পাশাপাশি নতুন গঠিত কমিটি বর্তমান কমিটির যেকোনো সিদ্ধান্ত নেয়া থেকে বিরত রাখবে। ৪ মাস পর নির্বাচনের আয়োজন করে বিজয়ীদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’।