News update
  • United States and Bangladesh Launch Money Laundering Bench Book     |     
  • 6 BD peacekeepers killed, 8 hurt in attack on Sudan UN Base     |     
  • Burglary at Hadi’s village home in Jhalokathi      |     
  • Martyred Intellectuals Day on Sunday     |     
  • Campaign from Jan to rein in overuse of antibiotics: Adviser     |     

ডাক্তার হতে চান এসডি রুবেলকন্যা সুজানা অনুরাধা

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2024-10-17, 10:04am

eewrwerw-a1ce17ce3d135d70fb67e097a9cc29a01729137852.jpg




চলতি বছর জনপ্রিয় কণ্ঠশিল্পী এসডি রুবেল ঘোষণা দিয়েছিলেন এখন থেকে প্রতি মাসে একটি করে গান প্রকাশ করবেন। ভালোবাসা দিবসে এমন কর্মসূচির কথা বলেন তিনি। তবে এই গায়কের কন্যা সুজানা অনুরাধা এবার এইচএসসি পাস করে তার জীবনের অনুপ্রেরণার কথা জানিয়েছেন সংবাদ মাধ্যমে।

এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ড থেকে স্কলারশিপ পায় সুজানা। এবারও জিপিএ ৫ পেয়ে মহা খুশি তারকাকন্যা। সুজানা জানিয়েছে ছোটবেলা থেকেই তার অনুপ্রেরণা তার বাবা। রাস্তায় বের হলেই সবাই তার বাবাকে চেনে, ভক্তরা ভালোবাসা জানায়।

বড় হয়ে কী হতে চায় জানতে চাইলে সুজানা বলেন, ‘আমার মতে পেশাটা ঠিক এমনভাবে নির্ধারণ করতে হবে যেন অন্য মানুষের জীবনে প্রভাব ফেলা যায়। অন্যকে মোটিভেট করা যায়।’ ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার ইচ্ছা সুজানার। কণ্ঠশিল্পী বাবার তেমনটাই ইচ্ছা মেয়েকে নিয়ে।

সামাজিক কর্মকাণ্ড নিয়ে তিনি জানান, ‘আমার সবসময় সামাজিক কাজে নিয়োজিত থাকেন। প্রতিবছর বাবার জন্মদিনে বৃদ্ধাশ্রমে, এতিমখানায় সবাইকে খাওয়াই। বাড়িতে কোনো অনুষ্ঠান করা হয়। তাছাড়া রমজান মাসে গরীব বাচ্চাদের সাথে আমরা প্রতিবছর ইফতার করি।’

মায়ের প্রসঙ্গে সুজানা বলেন, ‘আমার জীবনে মায়ের অবদান সবচেয়ে বেশি। আমাদের দেখাশুনার দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করেন। আমি সকালে ঘুম থেকে উঠতে পারি না। ভোর ৪টায় মা আমাকে জাগিয়ে দেন। আমি তাদের কাছে অনেক বেশি গ্রেটফুল।

২০১৮ সালে আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপ-কমিটির সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এই গায়ক।

‘লাল বেনারশী’ গানের মাধ্যমে রুবেল ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। নব্বই দশকে গানের জগতে পা দেন এস ডি রুবেল।

এসডি রুবেল গান গাওয়ার পাশাপাশি একজন গীতিকার, সুরকার, অভিনেতা ও পরিচালক হিসেবে কাজ করছেন।