News update
  • Lifesaving Gaza Aid Resumes After 11-Week Blockade     |     
  • UN Reform: A Vital Process, Not a Funding Crisis Reaction     |     
  • USAID Cuts Leave Millions at Risk of Hunger and Disease     |     
  • UN Chief Urges Urgent Global Effort to Halt Biodiversity Loss     |     
  • Dhaka's street chaos grows beneath its Metro Rail     |     

মঞ্চে লুটিয়ে পড়া সাবিনা ইয়াসমিনকে নেয়া হলো হাসপাতালে

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-01-31, 11:20pm

fb917aa9e568506e2fb41b979dc606b94ace49d0b6284163-dc160c559b5b468c1a7016cecf8c0d1d1738344013.jpg




গান গাইতে গাইতে মঞ্চেই লুটিয়ে পড়লেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকবো’, অনুষ্ঠানে গান পরিবেশনের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।

তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী দিঠি আনোয়ার। তিনি জানান, সাবিনা ইয়াসমিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তবে শঙ্কামুক্ত।

সময় সংবাদকে তিনি আরও বলেন, ‘অনেকদিন পর আন্টি মঞ্চে গান গাইতে উঠেছিলেন। কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তাকে ইউনাইটেড হাসপাতালের ইমার্জেন্সিতে নেয়া হয়। আন্টি এখন ভালো আছেন। দুই একদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে তিনি বাসায় ফিরবেন।’

২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমিন। এরপর আর তাকে মঞ্চের গান পরিবেশনায় পাওয়া যায়নি। এ সময় ক্যানসার নিয়ে চিকিৎসাতেও ছিলেন সাবিনা।  আয়োজকরা জানান, দীর্ঘ প্রায় এক বছর পর মঞ্চে উঠেছিলেন তিনি। একইমঞ্চে শনিবারও তার গান গাওয়ার কথা ছিল।  সময়।