News update
  • Hadi is no more, state mourning on Saturday: CA     |     
  • Bangladesh capital market falls; weekly turnover lowest     |     
  • Sharif Osman Hadi No More     |     
  • Tarique Rahman to Return Home With Daughter on Dec 25     |     
  • ILO praises Bangladesh’s labour reforms, new milestones     |     

৩১ মিলিয়ন ডলার ঋণ বিবারের, কী করবেন হেইলি?

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-07-19, 8:11am

9f85b698045812e78ccd922b18d8dc7f75ebe62258f31b6f-0b4ba2455d58c46e00bddc01a961e6651752891085.jpg




ভালো নেই কানাডিয়ান গায়ক জাস্টিন বিবার। ৩১ মিলিয়ন ডলারেরও বেশি পরিমাণ ঋণের চাপ নিয়ে জীবন পার করছেন। ঋণের বোঝা কমাতে এখন স্ত্রী, মডেল হেইলি বিবারের দিকে তাকিয়ে রয়েছেন এ সংগীতশিল্পী।

আন্তর্জাতিক গণমাধ্যম টিএমজেডের প্রতিবেদন থেকে জানা যায়, অগোছালো জীবনে ক্যারিয়ার ও শরীর কেনোটাই ভালো যাচ্ছে না গায়কের। ব্যর্থতা যেন ধীরে ধীরে তাকে গ্রাস করছে। যে কারণে আয়ের পথও কমে এসেছে।

ক্যারিয়ার ভালো না চলায় ১৮ মাস আগে বিবার তার ‘মিউজিক ক্যাটালগ’ ২০০ মিলিয়ন ডলারে বিক্রি করেন। সে অর্থ দিয়ে পরিশোধ করেন  ট্যাক্স, ম্যানেজার, অ্যাকাউন্ট্যান্ট, আইনজীবীর বিল। বাকি অর্থ ব্যক্তিগত জীবন যাপন ও সংসারে খরচ করেন। সে অর্থের কোনো অবশিষ্টই এখন বিবারের হাতে নেই।

এদিকে বিবার তারও আগে সাবেক ম্যানেজার স্কুটার ব্রনের মাধ্যমে কোম্পানি হাইবের কাছ থেকে ২৬ মিলিয়ন ডলার অর্থ ঋণ নিয়েছিলেন। ২০২২ সালে বিরল স্নায়ুবিক রোগে আক্রান্ত হওয়ার সময় এ ঋণ নেন গায়ক।

শারীরিক অসুস্থতার পাশাপাশি ওই সময় একের পর এক বাতিল হতে থাকে বিবারের সংগীতের কনসার্ট। এ কারণেও ঋণের চাপে পড়েন। সর্বশেষ তথ্য অনুযায়ী, সাবেক ম্যানেজার স্কুটার ব্রনের কাছেও ১১ মিলিয়ন ডলার ঋণ বিবারের। তবে আলোচনার মাধ্যমে বিবারকে অর্ধেক অর্থ মাফ করে দিয়েছেন ব্রন। এ হিসেবে হাইবের ২৬ এবং ব্রনের ৫.৫ সর্বমোট ৩১.৫ মিলিয়ন ডলার ঋণ রয়েছে বিবারের।

বিশাল পরিমাণ এ অর্থ পরিশোধ করতে স্ত্রী হেইলির দিকে তাকিয়ে রয়েছেন বিবার। একটি বিশ্বস্ত সূত্র বলছে, স্বামীর ঋণ পরিশোধ করতে এরইমধ্যে নিজের কসমেটিক ব্র্যান্ড ‘রোড’ বিক্রি করেছেন হেইলি। তার কাছ থেকে এক বিলিয়ন ডলারের বিনিময়ে ‘রোড’ ব্র্যান্ডটি কিনে নিয়েছে জনপ্রিয় বিউটি কোম্পানি ইএলএফ।

আরও জানা যায়, চুক্তি অনুযায়ী ব্যান্ডটির বড় একটি অংশ শেয়ার হিসেবে পাচ্ছেন হেইলি ও বিবার। ধারণা করা হচ্ছে, শেয়ার থেকে ৫০ মিলিয়ন ডলার পাওয়ার সম্ভাবনা রয়েছে বিবারের। সেখান থেকেই ৩১.৫ মিলিয়ন ডলার ঋণ পরিশোধ করার পরিকল্পনা রয়েছে এ তারকা দম্পতির।