News update
  • Yunus Invites Malaysian Investors to Explore Bangladesh     |     
  • Guterres Seeks Probe Into Gaza Journalist Killings, Hunger Deaths     |     
  • India Restricts Key Jute Imports via Land Borders     |     
  • Rahul, Priyanka Detained in March to ECI Over ‘Vote Fraud’     |     
  • Five Taxpayer Groups Freed from Online Filing Obligation     |     

পশ্চিমা পোশাকে নজর কাড়লেন ফারিণ

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-08-12, 6:41am

d1b9f148cbbc08b933e86b530824f21f6659a98d912a8a46-2821ea75716a5cf02d47946ac20609b21754959272.jpg




ভিন্নধর্মী অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘ইনসাফ’-এ অভিনয় করতে গিয়ে চ্যালেঞ্জ নিতে হয়েছিল জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণকে। সম্প্রতি তার লুকে পরিবর্তন দেখা গেল। আলো ঝলমলে লুকে ভক্তদের অবাক করলেন এই অভিনেত্রী।

শুধু নাটকে নয়, ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজেও দুর্দান্ত অভিনয়ে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন তিনি। সর্বশেষ গত ঈদে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘ইনসাফ’। সেখানে নায়িকা হিসেবে ব্যাপক নজর কেড়েছেন দর্শকের মাঝে।

তবে শুধু বাংলা সিনেমাই নয়, ওপার বাংলার সিনেমাতেও অভিষেক হয়েছে মিষ্টি হাসির এই অভিনেত্রীর। তবে শুধু অভিনয়েই নয়, সাদামাটা সাজ ও ন্যাচারাল লুকের জন্য ভক্তদের পছন্দের একজন এই ফারিণ। তবে এতেই সীমাবদ্ধ নেই তার সৌন্দর্যতার! পশ্চিমা পোশাকেও সমান মোহনীয় এই অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক মাধ্যমে তাসনিয়া ফারিণের বেশ কিছু ছবি ভাইরাল। সেখানে দেখা যায়, ওয়েস্টার্ন আউটফিটে ফারিণ যেন হয়ে উঠেছেন পুরোদমে একজন গ্ল্যামার গার্ল! কালো সিকুইন সজ্জিত ক্রপ টপ ও হাইওয়েস্ট বটমে নিজেকে সাজিয়েছেন ফারিণ।

এছাড়াও এই লুকের সঙ্গে তার মেকআপ, অর্নামেন্টস ও বাড়িয়ে দেয় তার সৌন্দর্য, নান্দনিকতা। একপাশে স্টাইল করা সিকুইনের ঝলমলে শ্রাগ, কানে সাদা পাথরের ঝুলন্ত দুল, মাথার ওপরে রাখা কালো চশমা।

ফারিণের নতুন এই গ্ল্যামারের ছবি দেখে মুগ্ধ তার ভক্তরা; মন্তব্যঘরে প্রশংসা, ভালোবাসাও ছড়িয়েছেন।