আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এবার জানা গেছে, অস্ট্রেলিয়ার পথে হাঁটতে পারে নিউজিল্যান্ডও। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।
সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।
নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স সোমবার (১১ আগস্ট) বলেছেন, তার দেশের মন্ত্রিসভা সেপ্টেম্বরে ফিলিস্তিনি রাষ্ট্রের বিষয়ে (স্বীকৃতি নিয়ে) আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে।
পিটার্স এক বিবৃতিতে বলেন, ‘নিউজিল্যান্ডের কিছু ঘনিষ্ঠ অংশীদার ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে, আবার কিছু দেয়নি।’
এতে আরও বলা হয়, ‘পরিশেষে, নিউজিল্যান্ডের একটি স্বাধীন পররাষ্ট্র নীতি রয়েছে। বিষয়টি (ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি) আমরা সাবধানতার সাথে বিবেচনা করার এবং এ নিয়ে নিউজিল্যান্ডের নীতি, মূল্যবোধ এবং জাতীয় স্বার্থ অনুসারে কাজ করার ইচ্ছা পোষণ করি।’
পিটার্স বলেন, যদিও নিউজিল্যান্ড কিছুদিন ধরে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির বিষয়টি বিবেচনা করে আসছে, তবুও এটি ‘সরল’ বা ‘স্পষ্ট’ নয়।
তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির প্রশ্নে আমাদের সরকার, সংসদ এবং প্রকৃতপক্ষে নিউজিল্যান্ড সমাজের মধ্যে বিভিন্ন ধরনের দৃঢ় মতামত রয়েছে।’
এই জটিল বিষয়টি শান্তভাবে, সতর্কতার এবং বিচক্ষণতার সাথে বিবেচনা করা উচিত উল্লেখ করে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামী মাসে, আমরা মন্ত্রিসভায় প্রস্তাব গ্রহণের আগে এই বিস্তৃত মতামত নিয়ে আলোচনা করার জন্য অপেক্ষা করছি।’
জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৭টি ইতোমধ্যে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। অর্থাৎ বিশ্বের তিন-চতুর্থাংশ দেশ এই স্বীকৃতি দিয়েছে, যারা জনসংখ্যার বিশাল সংখ্যাগরিষ্ঠের প্রতিনিধিত্ব করে। সূত্র: আল জাজিরা