News update
  • Guterres Seeks Probe Into Gaza Journalist Killings, Hunger Deaths     |     
  • India Restricts Key Jute Imports via Land Borders     |     
  • Rahul, Priyanka Detained in March to ECI Over ‘Vote Fraud’     |     
  • Five Taxpayer Groups Freed from Online Filing Obligation     |     
  • Malaysia Rolls Out Red Carpet for Prof Yunus      |     

ম্যান সিটির জন্য রদ্রিগোকে কেনার দরজা এখন উন্মুক্ত

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-08-12, 6:34am

1b4a34e7556e19a1499d0a6d9d32d0edb6b7416727f748ad-00dfd19cf528e783f4d5d386fdf097c31754958883.jpg




কিলিয়ান এমবাপ্পে যখন রিয়াল মাদ্রিদে যোগ দেন, তখন থেকেই ক্লাবটিতে ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দেয়। ক’দিন আগেও তার রিয়াল ছাড়ার গুঞ্জন চাওড় হয়েছিল। এর আগে গত বছরের ডিসেম্বরেও রদ্রিগোকে আকর্ষণীয় প্রস্তাব দিয়েছিল ম্যানচেস্টার সিটি, তবে রিয়াল তখন তাকে ছাড়তে রাজি হয়নি।

শাবি আলোনসো রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেয়ার পর দলের স্কোয়াড ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়। যে কারণে খুব শিগগিরই দলের ৫ ফুটবলারকে বাদ দিতে যাচ্ছে ক্লাবটি। এ তালিকায় রদ্রিগো ও এন্দ্রিকের নামও রয়েছে।   

এদিকে নতুন মৌসুমে নতুন রূপে মাঠে নামতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। তবে ক্লাবটিতে সাভিনহার ভবিষ্যৎ অনিশ্চিত। অন্যদিকে নতুন খেলোয়াড়ও যুক্ত করেছে ম্যান সিটি। এবার সিটির জন্য রদ্রিগোকে কেনা দুয়ার উন্মুক্ত। 

গ্রিলিশ ও সাভিনো ক্লাব ছাড়তে পারেন খুব শিগগিরই। সংবাদমাধ্যমের দাবি, গ্রিলিশ যোগ দিতে যাচ্ছেন এভারটনে। অন্যদিকে সাভিনহাকে দলে নিতে চায় টটেনহ্যাম। তার জন্য প্রায় ৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে ক্লাবটি। 

পেপ গার্দিওলা নাকি রদ্রিগোর বড় ভক্ত। গত মৌসুমেও তাকে দলে নিতে চেয়েছিল সিটিজেনরা। কিন্তু রিয়াল মাদ্রিদ তাকে ছাড়তে রাজি ছিল না। তবে এবার তো দলের কোচ ভিন্ন, আনচেলত্তি চলে যাওয়ায় রিয়ালের দায়িত্ব নেন শাভি আলোনসো। তাই রদ্রিগোকে তারা ছাড়তে পারলেই যেন বাঁচে। 

রদ্রিগো যদি যেতে চায়, তাহলে রিয়াল মাদ্রিদ তাকে যেতে দেবে। এমনিতেও রিয়াল তাকে রাখতে চাচ্ছে না। তবে রদ্রিগোর জন্য রিয়াল চায় ১০০ মিলিয়ন ইউরো। যদি সাভিনহাকে বিক্রি করতে পারে সিটি, তাহলে তাদের জন্য নতুন সাইনিংয়ের পথও খুলে যাবে। 

এর আগে রদ্রিগোকে পেতে লড়াইয়ে ছিল আর্সেনাল ও লিভারপুল। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, আর্সেনাল এখনও রদ্রিগোকে নিতে চায়। তবে তাকে পাওয়ার লড়াই থেকে আগেই নিজেদের সরিয়ে নিয়েছে লিভারপুল। এখন দেখার অপেক্ষা, শেষ পর্যন্ত রদ্রিগোর নতুন গন্তব্য কোথায়।