News update
  • Dhaka's air quality in 'moderate' range on Saturday morning     |     
  • Deadly Floods Displace Over 100,000 in South Sudan     |     
  • Nepal has first woman Prime Minister as March elections set     |     
  • 50 Killed as Israel Intensifies Strikes on Gaza City     |     
  • UN General Assembly Endorses New York Declaration on Two-State Solution     |     

সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সফল অস্ত্রোপচার

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-08-17, 11:47pm

img_20250817_234558-fc3f7785ea6189003115b89dc70b7d121755452877.jpg




সাংস্কৃতিক উপদেষ্টা ও জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেনডিক্সের সফল অস্ত্রোপচার হয়েছে।

রোববার (১৭ আগস্ট) বিকেলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার এই অস্ত্রোপচার সম্পন্ন হয়।

ফারুকীর স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা রাতে তার ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রায় দুই ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানিয়েছেন, সার্জারি সফল হয়েছে। বর্তমানে ফারুকী পোস্ট-অপারেটিভ কেয়ারে রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

তিশা তার পোস্টে লিখেছেন, আলহামদুলিল্লাহ, অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন তিনি পর্যবেক্ষণে আছেন। সবার কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চাই।

উল্লেখ্য, গত শুক্রবার (১৫ আগস্ট) চারদিনের সফরে কক্সবাজার এসেছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। পরদিন শনিবার (১৬ আগস্ট) রাতে অসুস্থতা অনুভব করলে তাকে জরুরিভাবে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব বলেন, উপদেষ্টার কক্সবাজারে কয়েকটি কর্মসূচি ছিল, যা অসুস্থতার কারণে বাতিল করা হয়েছে। কক্সবাজারে থাকাকালীন স্থানীয় চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছিলেন।