News update
  • Exporters to import duty-free raw materials: NBR Chairman     |     
  • Gaza aid flotilla activists say second boat hit by suspected drone     |     
  • Shibir-backed candidates win top DUCSU posts with big margin     |     
  • Female dorm Ruqayyah Hall comes up for Shibir this time      |     
  • Bangladesh 2024, Nepal 2025: Youth Movements Force Leaders Out     |     

ওমরা শেষে আমন্ত্রণ, সেই গরু বিক্রেতার বাড়ি গেলেন অপু বিশ্বাস

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-08-20, 8:49am

49adaaf9d3f93a724269b61a9dd0dadc185598e70b4ad75c-0b2bf3e5c5e6421ba017aec516e112b01755658142.jpg




গরু বিক্রেতা রইস উদ্দিন ওমরা করে দেশে ফিরেছেন। দেশে ফিরেই চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিজ গ্রামের বাড়িতে আমন্ত্রণ জানান তিনি। সে আমন্ত্রণে সাড়া দিয়েই রইস উদ্দিনের বাড়িতে যান অভিনেত্রী।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে আসেন অপু। ৩ মিনিট ১৩ সেকেন্ডের ফেসবুক লাইভে দেখা যায়, গরু বিক্রেতা রইস উদ্দিনের সাথে গ্রামের পথে হাঁটছেন অপু বিশ্বাস। গ্রামের মেঠো পথে কিছুক্ষণ হাঁটার পর বাড়িতে উপস্থিত হন তারা।

নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামে রইস উদ্দিনের বাড়ির সদস্যদের সঙ্গে দেখা করেন অপু। এ সময় অভিনেত্রীর সঙ্গে কাছের কয়েকজন উপস্থিত ছিলেন। অভিনেত্রীকে এক নজর দেখতে সেখানে ভক্তদের ছিল উপচে পড়া ভিড়।

ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘রইস উদ্দিন চাচার সাথে সাক্ষাৎ।’

এরপরই মন্তব্যের ঘরে ভক্তদের ভালোবাসার বন্যায় ভাসতে শুরু করেন অপু। এক ভক্ত লেখেন, ভালোবাসার একটা মানুষ।

আরেকজন লেখেন, ‘মাশাল্লাহ, আল্লাহ আমাদের প্রিয় অপু বিশ্বাসের জীবনের সব অশান্তি, বিপদ এই উছিলায় দূর করুক। আমিন।’

চলতি বছর পবিত্র ঈদুল আজহায় পালিত একটি গরু বিক্রির উদ্দেশে রইস উদ্দিন রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে হাজির হয়েছিলেন। গত ৫ জুন তিনি গরুটি ১ লাখ ২৩ হাজার টাকায় বিক্রি করেন। কিন্তু ক্রেতার জাল নোটের জালিয়াতির শিকার হন।

যখন রইস বুঝতে পারেন তার টাকার বান্ডেলে জাল নোট, তখন তিনি কান্নায় ভেঙে পড়েন। সে মুহূর্তের ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন। বৃদ্ধের পাশে সহায়তার হাত বাড়ান অপু বিশ্বাসও।

জানা যায়, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন নামের একটি সংগঠন বৃদ্ধের গরু বিক্রির টাকা অনুদান হিসেবে প্রদান করে। তাই ফাউন্ডেশন কর্তৃপক্ষ অভিনেত্রীকে জানান, বৃদ্ধকে গরু কেনা টাকা সাহায্য পেয়েছেন। তার ওমরা পালনের ইচ্ছা রয়েছে। তাই চাইলে ওমরা করার জন্য অর্থ সাহায্য দিতে পারেন অপু। সে পরামর্শ মাথায় রেখেই গরু বিক্রেতার ইচ্ছা পূরণে এগিয়ে আসেন অভিনেত্রী।