News update
  • Dembele crowned king: PSG star wins Ballon d’Or     |     
  • A Genocide Position Paper on the Plight of Palestine      |     
  • Economy must move beyond narrow wealth accumulation: Yunus     |     
  • Guterres Urges Recommitment to Two-State Israel-Palestine Solution     |     
  • WHO Warns of Global NCD Crisis, Calls for Urgent Investment     |     

যে কারণে আনন্দিত মিথিলা

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-09-23, 10:46am

7a546428560b3a4229b40a4da1d52c885abc70819b430aa9-903d78f4ba848f5eeba0ce489561204f1758602781.jpg




সম্প্রতি পিএইচডি থিসিস সম্পন্ন করেছেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তাই নামের সাথে ডক্টর উপাধি যোগ হচ্ছে অভিনেত্রীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সে সুখবর দিয়েছিলেন তিনি।

এবার এক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রশ্নগুলোর উত্তর দিতে পেরে আমি আনন্দিত।’

একগুচ্ছ ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে মিথিলাকে দেখা যাচ্ছে, তার প্রিয় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

ছবি শেয়ার করে ক্যাপশনে মিথিলা লিখেছেন, ‘আমার প্রাণপ্রিয় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসতে পেরে মনটা ভরে গেল। নারী ও জেন্ডার স্টাডিজ বিভাগের ‘সুফিয়া কামাল সেমিনার সিরিজ’-এ আমার পিএইচডি গবেষণার কিছু অংশ।’

‘লিঙ্গ এবং প্রারম্ভিক শৈশব শিক্ষা নিয়ে উপস্থাপন করার সুযোগ পেলাম। শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে দারুণ একটি সময় কাটল।’

প্রশ্নগুলোর উত্তর দিতে পেরে আমি আনন্দিত উল্লেখ করে তিনি আরও লিখেছেন, ‘তাদের অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দিতে পেরে আমি আনন্দিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ।’

সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খানের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৯ সালের ডিসেম্বরে কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে নতুন সংসার শুরু করেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তবে বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, মিথিলা ও সৃজিতের সম্পর্কে নাকি দূরত্ব তৈরি হয়েছে।