
আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশকে দারুণভাবে তুলে ধরেন তানজিয়া জামান মিথিলা। অনেকটা পথ পাড়ি দিলেও বিজয়ের মুকুট পরা হয়নি তার। তবে কতটা চ্যালেঞ্জিংয়ের ছিল সেই মঞ্চ- সেই অভিজ্ঞতা শোনালেন এবার।
থাইল্যান্ডে চার সপ্তাহের লম্বা সফর শেষে গত ২৫ নভেম্বর দেশে ফেরেন তিনি; দেশের মানুষ ও বিনোদন অঙ্গনের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিযোগিতার মুকুট জিততে না পারলেও সেরা ত্রিশে থাকাটা নিয়ে তিনি সন্তুষ্ট মিথিলা। সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে হাজির হন তিনি। সেখানেই মিস ইউনিভার্সের মঞ্চে চ্যালেঞ্জিং মুহূর্তগুলো তুলে ধরেন এই মডেল-অভিনেত্রী। বিশেষ করে প্রতিযোগিতার সময় তাকে যে দীর্ঘ সময় হিল পরে থাকতে হয়েছিল, যা তার জন্য বড় চ্যালেঞ্জ ছিল।
মিথিলা বলেন, ‘এই মুহূর্তে আমার বিগেস্ট ফিয়ার আমি আর ৬-৭ ইঞ্চি হিল পরতে চাই না। কারণ আমার পুরো জার্নিতে আমি যেহেতু অন্যান্যদের থেকে একটু শর্ট ছিলাম, তাই আমাকে পুরোটা সময় ৭ ইঞ্চি হিল পরে থাকতে হয়েছে। সেটার জন্য আমার পায়ে অনেক দাগ হয়ে গেছে।’
এখন হিলের কথা শুনলেই যেন মনে ভয় ধরে যায় মিথিলার। বললেন, ‘এই মুহূর্তে হিলের কথা শুনলে আমার এটা একটা নাইটমেয়ার হচ্ছে।’
এদিকে কিছুদিন আগে মিথিলা অভিনীত ওয়েবফিল্ম ‘থার্সডে নাইট’ মুক্তি পেয়েছে। বাংলাদেশেরই একটি বাস্তব অপরাধমূলক ঘটনার অনুপ্রেরণায় তৈরি হয়েছে ওয়েবফিল্মটি।