
আইপিএল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারত সম্পর্কে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে আইপিএলের প্রচার-সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। এমনই প্রেক্ষাপটে ভারতের টেলিভিশন সম্প্রচার বাংলাদেশে সম্পূর্ণ বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা।
গতকাল সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৩টা ১৮ মিনিটে সোহেল রানা তার ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘আমাদের টেলিভিশন যতক্ষণ ভারতে প্রচার করতে না পারবে ততক্ষণ ভারতের টেলিভিশন ও আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।’
বিকেল ৩টা ২১ মিনিটে আরেক পোস্টে ভারতীয় টেলিভিশনের কনটেন্টের সমালোচনা করে তিনি লিখেন, ‘ভারতীয় টেলিভিশনের বউ শাশুড়ি ঝগড়া মার্কা নাটক আমাদের সামাজিক বন্ধনকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে।’
প্রসঙ্গত, আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেয়েও স্থানীয় রাজনৈতিক চাপ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে বাদ পড়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। এ ঘটনায় উত্তাল দুই দেশেরই ক্রিকেট অঙ্গন। ক্ষুব্ধ বাংলাদেশিরা। তারকা অঙ্গনও এর ব্যতিক্রম নয়। সেই ধারাবাহিকতায় এবার দেশের সংস্কৃতি ও সামাজিক প্রেক্ষাপট রক্ষায় এমন দাবি তুললেন সোহেল রানা।