
Cold patients crowd Kalapara hospitals.
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় হঠাৎ করেই যেন শীত জেঁকে বসেছে। তীব্র শীতে কাঁপছে উপকূলীয় জনপদ। ঘন কুয়াশার চাঁদরে ঢেকে থাকছে বাড়ির আঙিনা, পথঘাট, ফসলের ক্ষেত ।
শুক্রবার সকাল নয়টায় জেলার কলাপাড়ায় এ বছরের সর্বনিম্ন ১৫.৪ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। হাসপাতালে বেড়েছে ঠান্ডা জনিত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা। এদের মধ্যে বেশির ভাগই ডায়রিয়া, নিউমোনিয়া এবং সর্দি কাশিতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
উপজেলার নীলগঞ্জের কদভানু বেগম বলেন, শীত বাড়ার সাথে সাথেই আমার বাচ্চা ডায়রিয়ার আক্রান্ত হয়েছে।হাসপাতালে এসে দেখি অনেক বাচ্চই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি।
দিনমজুর আব্দুল রহিম বলেন, শীতে আমাগো কাম কাইজ কমে গেছে। - গোফরান পলাশ