Bangla Vision Kuakata representative Zahirul Islam Miran
পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় বাংলাভিশন টেলিভিশনের কুয়াকাটা প্রতিনিধি জহিরুল ইসলাম মিরনকে উপর্যুপুরি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১২ টায় কুয়াকাটার তুলাতলী ফিলিং ষ্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত অবস্থায় মিরনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন।
মহিপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক, সাংবাদিক জহিরুল ইসলাম মিরন ঢাকা থেকে রাত আনুমানিক সাড়ে ১২ টার সময় গাড়ি থেকে নামলে তাকে এলোপাথারি ভাবে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
ওসি তরিকুল আরও জানান, 'ইতিমধ্যে ফিলিং স্টেশন এবং আশেপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্ত চলমান আছে।
এদিকে সাংবাদিক মিরনের উপর ন্যাক্কারজনক এ হামলার ঘটনায় দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও কুয়াকাটা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।
কলাপাড়া ইউএনও মো. রবিউল ইসলাম বলেন, 'মিরনকে আশংকাজনক অবস্থায় বরিশালে পাঠানো হয়েছে। তার দুই হাত, মাথায এবং গ্রীবার নীচের অংশে জখম রয়েছে। এছাড়া বুকেও ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিতে পুলিশ প্রশাসনের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান।
প্রসঙ্গত, কুয়াকাটায় একেরপর এক সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে দক্ষিণ উপকূলের সাংবাদিকতা। কুয়াকাটায় কর্মরত দেশ রূপান্তরের সাংবাদিক কেএম বাচ্চু, আমাদের সময়ের মাসুদ পারভেজ সাগর ও যুগান্তরের নাসির উদ্দিন বিপ্লবের বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়া হয়নি। এবার বাংলাভিশনের সাংবাদিককে উপর্যুপুরি কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এতে উপকূলের সাংবাদিকতা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। - গোফরান পলাশ