News update
  • UN Warns of Worsening Humanitarian Crisis in Darfur     |     
  • Beanibazar Health Complex: One doctor struggles to serve 3 lakh people     |     
  • Stop bombing Gaza, Trump tells Israel as Hamas partially nods his peace plan     |     
  • Fill the Loss & Damage Fund now!     |     
  • Shahidul Alam Vows to Reach Gaza Despite Israeli Obstacles     |     

ইতিহাসের সর্বোচ্চ দামে স্বর্ণ

গ্রীণওয়াচ ডেক্স অর্থনীতি 2023-10-27, 6:52am

resize-350x230x0x0-image-245292-1698329805-5cb905a83dd3f55825c963242d9f507f1698367965.jpg




দেশে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভালো মানের তথা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ফলে ভালো মানের এক ভরি স্বর্ণের নতুন মূল্য হবে ১ লাখ দুই হাজার ৮৭৬ টাকা। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়ে‌ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। শুক্রবার (২৭ অক্টোবর) থেকে এটি কার্যকর করা হবে।

এ বিষয়ে এম এ হান্নান আজাদ বলেন, স্থানীয় বাজারের ওপর ভিত্তি করে আমরা স্বর্ণের দাম নির্ধারণ করি। তবে বিশ্ববাজারের দামের চিত্রও সে ক্ষেত্রে ভূমিকা রাখে। আমরা বিশ্ববাজারের চিত্র খেয়াল করেছি। এরই মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫০ ডলারের মতো বেড়েছে। এর ফলে স্থানীয় বাজারেও তেজাবী স্বর্ণের দাম বেড়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তথ্য সূত্র আরটিভি।