News update
  • Bangladesh Faces $1.25 Billion Export Loss from US Tariffs     |     
  • Israel Expands Gaza Assault as UN Warns of ‘Genocide’     |     
  • World Ozone Day Highlights Progress and Future Action     |     
  • DG Health Services gives 12 directives to treat dengue cases     |     
  • Stock market shows recovery as investors back: DSE chairman     |     

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ কি না, যা বললেন বাণিজ্য উপদেষ্টা

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2024-10-15, 8:02am

dd0bc0f1e914d3b81b86cf088f788991af64dac8e8f149cb-e8a04932f2dfb31ed0b0caddf0f69f831728957723.jpg




বাজারে লাগামহীন নিত্যপণ্যের দাম। তবে মাত্র দুই মাসেই নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারকে ব্যর্থ বলা যায় কি না এমন প্রশ্ন রেখেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে নিত্যপণ্যের মূল্য পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নিত্যপণ্যের দাম হ্রাসের ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, মাত্র দুই মাসে আপনারা একটা সরকারকে ব্যর্থ বলছেন। আর ১৫ বছরে যারা ব্যর্থ হলো, তাদের ব্যাপারে আপনারা কিছু বলছেন না। আর নিত্যপণ্য একটি জটিল বিষয়, এ ব্যাপারে একটু ধৈর্য ধরতে হবে।

নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেটবাজি সম্পর্কে বাণিজ্য উপদেষ্টা বলেন, শুধু সিন্ডিকেটের কথা বলে তো আমরা পার পাবো না। এই সিন্ডিকেট যেন না হতে পারে আমরা সেই চেষ্টা করছি।

সরকার দাম বেঁধে দেয়ার পরও জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আসছে না কেন এমন প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন বলেন, দাম বেঁধে কিন্তু পৃথিবীর কোনো দেশেই পণ্যের মূল্য নিয়ন্ত্রণ করা যায় না। তবে আমরা চেষ্টা করছি উৎপাদক, পাইকারি বাজার এবং ভোক্তা পর্যায়ের মধ্যে যেন দামের পার্থক্যে সামঞ্জস্য থাকে, খুব বেশি ব্যবধান যেন না হয়।

তিনি আরও বলেন, বাজারে জিনিসপত্রের যে দাম তাতে আমরাও খুব সন্তুষ্ট না, আমরা চেষ্টা করছি যতটা সম্ভব ভোক্তাদের কষ্টটা লাঘব করার জন্য। আমরা চাই না ব্যবসায়ীরা ব্যবসা করতে গিয়ে লোকসান করুক, কিন্তু অস্বাভাবিক লাভ করাও আপত্তিকর। বিশেষ করে পাইকারি বাজারের সঙ্গে খুচরা বাজারের মধ্যে দামের ব্যবধান অস্বাভাবিক হওয়ার বিষয়টি খারাপ।

কাঁচাবাজারে শাকসবজির দাম বৃদ্ধি হয়েছে কারণ বাজারে জোগান কম, চাহিদার থেকে জোগান কম হলে দাম বেড়ে যায়, সেটাই স্বাভাবিক। কারণ দেশের অনেক স্থানে বন্যা হয়েছে, তার ওপর আবার বৃষ্টি হচ্ছে, এতে অনেক জায়গায় ক্ষেতখামার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব পড়ছে বাজারের সরবরাহে। তবে তারপরও আমরা দাম কমানোর চেষ্টা করছি, বলেন বাণিজ্য উপদেষ্টা। সময় সংবাদ।