News update
  • Bangladesh Bank allows loan rescheduling for up to 10 years     |     
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     
  • BNP to go door to door for hearts and votes     |     
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     
  • Rising Heat Cost Bangladesh $1.8 Billion in 2024     |     

৬৩ শতাংশ কোম্পানির দরপতন, মূলধন কমল হাজার কোটি টাকা

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2024-10-16, 6:46am

dsc_0-14eaa80f4eba421aca0108bc07be26161729039599.jpg




দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক পতনে শেষ হয়েছে মঙ্গলবারের (১৫ অক্টোবর) লেনদেন। এদিন লেনদেনে অংশ নেওয়া ৬৩ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। গত কর্মদিবস সোমবারের তুলনায় আজ কমেছে লেনদেনের পরিমাণ। একদিনের ব্যবধানে পুঁজিবাজারে মূলধনের পরিমাণ কমেছে এক হাজার ১৮৪ কোটি টাকা।  

ডিএসইর সূত্রে জানা গেছে, আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৮ কোটি ছয় লাখ টাকা। আগের কর্মদিবস সোমবার লেনদেন ছিল ৩৫০ কোটি ৭৩ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭০ হাজার ২৬ কোটি টাকা। আগের কর্মদিবস সোমবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৭১ হাজার ২১০ কোটি টাকা। 

সূচক ডিএসইএক্স সাত দশমিক ৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩৬৫ দশমিক ৯৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক পাঁচ দশমিক ৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৬৩ দশমিক ৭২ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক তিন দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৯৫ দশমিক ৩৫ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৯৬টির ও কমেছে ৩৫২টির বা ৬৩ দশমিক ৩২ শতাংশ। শেয়ার দর পরিবর্তন হয়নি ৫০টির।

এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমসের শেয়ার। কোম্পানিটির ২৮ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষে ওঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে লাভেলো আইসক্রিমের ১৩ কোটি ৩৯ লাখ টাকা, টেকনো ড্রাগসের ১০ কোটি ৬৭ লাখ টাকা, ইসলামী ব্যাংকের ৯ কোটি ৬৯ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ৯ কোটি এক লাখ টাকা, এনআরবি ব্যাংকের সাত কোটি ২৬ লাখ টাকা এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের ছয় কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে গ্লোবাল হেভি কেমিক্যালসের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯ দশমিক ৬৭ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংকের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে পাঁচ দশমিক শূন্য চার শতাংশ। এনটিভি নিউজ।