News update
  • Bumper harvest of Jujube in Ramu Upazila     |     
  • Govt urged to offer scholarships to Palestinian students     |     
  • Caretaker Govt Review Hearing on Supreme Court Cause List     |     
  • Bangladesh Single Window to Launch by March: Lutfey Siddiqi     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     

পটুয়াখালীতে অতিরিক্ত মূল্যে পন্য বিক্রী, ১০ ব্যবসায়ীকে জরিমানা

আদালত 2024-07-10, 11:49pm

some-patuakhali-sshop-owners-fined-for-charging-exhorbitant-prices-of-commodities-on-wednesday-e192d2dc64139c1f831ab0eefb983e551720633795.jpg

Some Patuakhali sshop owners fined for charging exhorbitant prices of commodities on Wednesday.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও নিম্ন মানের পঁচা,  বাসি খাবার বিক্রির অভিযোগে ১০ দায়ে ব্যবসায়ীকে ৫৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। বুধবার দুপুরে পৌরশহরের নাচনাপাড়া চৌরাস্তা  এবং নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ব্যবসায়ীদের এ জরিমানা করা হয়। 

দন্ড প্রাপ্ত ব্যবসা প্রতিষ্ঠান গুলো হলো অতিথি হোটেল  এন্ড সুইটস ১৫ হাজার, নিউ ঢাকা হোটেল ৫ হাজার, আল মদিনা হোটেল ১০ হাজার, নুর স্টোর ৩ হাজার, আকন ট্রেডার্স  ২ হাজার, মা স্টোর ২ হাজার, বায়জিদ স্টোর ২ হাজার, খেপুপাড়া  স্টোর ৫ হাজার, ফিরোজ ষ্টোর ৫ হাজার, জুযেল পোলট্রি ৫ হাজার।

জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়া জানান, বাজার নিয়ন্ত্রন রাখতে ভোক্তা অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। - গোফরান পলাশ