News update
  • NCP May Boycott Polls Without Major Reforms: Nahid      |     
  • Yunus Named in TIME’s 100 Most Influential     |     
  • BNP Urges US to Keep Bangladesh Tariffs Fair     |     
  • BB Seeks Detailed List of Wilful Defaulters with Identities     |     

বঙ্গোপসাগরে লঘুচাপ, পায়রা বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত

আবহাওয়া 2024-09-25, 10:20pm

fishing-trawlers-at-safe-anchorage-in-kuakata-on-wednesday-f1ed2193075c8cf859651a2a12e1e9f21727281238.jpg

Fishing trawlers at safe anchorage in Kuakata on Wednesday.



পটুয়াখালী প্রতিনিধি: পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর  

বেশ  কিছুটা উত্তাল রয়েছে। গত দুই দিন ধরে উপকূলীয় এলাকায় থেমে থেমে হালকা থেকে মাঝারী বৃষ্টিপাত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন সকল শ্রেনী পেশার মানুষ। নদ-নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। বাতাসের গতিবেগ বৃদ্ধি পেয়েছে। 

আবহাওয়া অধিদপ্তরের এক বার্তায় বলা হয়েছে, উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পায়রা সহ সব সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। - গোফরান পলাশ