News update
  • Bangladesh Urges Pakistan to Apologise for 1971 Atrocities     |     
  • IMF Continues Talks with Bangladesh for Loan Deal     |     
  • RMG Exports Up 10.84% in July–March     |     

বিনামূল্যে দেওয়া হবে রাশিয়ান ক্যান্সার ভ্যাকসিন

গ্রীণওয়াচ ডেস্ক ওষুধ 2024-12-16, 7:32am

image-166664-1734266499-980b083c6007ed4c10a8435b32078bde1734312747.jpg




রাশিয়া নিজস্ব এমআরএনএ ক্যানসার ভ্যাকসিন তৈরি করেছে। ভ্যাকসিনটি ক্যানসার রোগীদের বিনামূল্যে বিতরণ করা হবে। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের জেনারেল ডিরেক্টর আঁন্দ্রে ক্যাপ্রিন রেডিও রোশিয়াকে একথা জানিয়েছেন।

বিভিন্ন গবেষণা কেন্দ্রের সহযোগিতায় ভ্যাকসিনটি তৈরি করা হয়েছে। ২০২৫ সালের প্রথম দিকে এটিকে বাজারে ছাড়ার পরিকল্পনা করা হয়েছে।

এর আগে, গামলেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি’র ডিরেক্টর আলেকজান্ডার গিন্টসবার্গ তাসকে বলেন, ভ্যাকসিনটি’র প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালগুলোতে দেখা গেছে, এটি টিউমার বেড়ে যাওয়া এবং শরীরে ছড়িয়ে পড়া রোধ করে।