News update
  • Janaza of six Bangladeshi peacekeepers held at Dhaka Cantonment     |     
  • Bangladesh stock market loses Tk 10,500cr in a week     |     
  • Dhaka’s air turns ‘very unhealthy’ on Sunday morning     |     
  • Project to transform N’ganj into a climate-resilient green city     |     
  • Sustainable, rights-based solutions to Rohingya crisis urged     |     

বায়রার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক কর্মসংস্থান 2023-04-06, 11:19pm

339111548_195556946590242_6292839320731433283_n-aa9d99b1eb64f81b0c4900fb89f824391680801588.jpg




বাংলাদেশ এসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ- (বায়রা) এর আয়োজনে গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। 

প্রবাসী কল্যান মন্ত্রী সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এই সেক্টরে যে সমস্যা রয়েছে তা সবাই মিলে সহজেই সমাধান করা সম্ভব। এইখাতে সংশ্লিষ্ট সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করায় সন্তোষ প্রকাশ করেন। 

বায়রা সভাপতি মোহাম্মদ আবুল বাসার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বায়রার সাবেক সভাপতি বেনজীর আহমদ, বাংলাদেশ পার্লমেন্টারিয়ান্স অন মাইগ্রেশন আন্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ শহিদুল আলম ছাড়াও বায়রা সেক্রেটারী জেনারেল আলী হায়দার চৌধুরী ও বায়রার সিনিয়র এক্সিকিউটিভ ডাটা এন্ড মিডিয়া আবুল হোসন প্রমুখ উপস্থিত ছিলেন ।