News update
  • NCP Announces 27 Candidates, Aims for Seats After Exit     |     
  • Govt Defends Prof Yunus’ Backing of ‘Yes’ Vote     |     
  • Protecting health demands no money: Bangladeshi expert     |     
  • EU Deploys 56 Long-Term Observers Across Bangladesh     |     
  • Appeals over nomination papers:18 more regain candidacies back     |     

শ্রীলঙ্কাকে দুর্নীতি মোকাবেলার আহবান জানালেন ইউএসএইড প্রধান

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2022-09-12, 7:57am




শ্রীলঙ্কা সফররত যুক্তরাষ্ট্রের এক কূটনীতিক, স্মরণকালের মধ্যে শ্রীলঙ্কার সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার উপায় হিসেবে, দেশটির অর্থনীতিকে উন্নত করার পাশাপাশি দূর্নীতি মোকাবেলা করা এবং শাসনব্যবস্থা সংস্কার করার আহ্বান জানিয়েছেন।

ইউএসএইড-এর প্রশাসক সামান্থা পাওয়ার সাংবাদিকদের বলেন যে এমন পদক্ষেপ দেশটির সরকারের উদ্দেশ্য সম্পর্কে আন্তর্জাতিক ও স্থানীয় পর্যায়ে আস্থা বৃদ্ধি করবে।

সামান্থা পাওয়ার বলেন, “শুধুমাত্র সহায়তা দেশটির সংকট নিরসন করতে পারবে না। আজকে এর আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সাথে আমার বৈঠকে আমি জোর দিয়ে বলেছি যে, অর্থনৈতিক সংস্কার ও অর্থনৈতিক জবাবদিহিতার সাথে যুগপৎভাবে রাজনৈতিক সংস্কার ও রাজনৈতিক জবাবদিহিতাও আসতে হবে।”

তিনি বলেন যে, সরকার যখন দুর্নীতি মোকাবেলা করবে এবং দীর্ঘ প্রতীক্ষিত শাসনব্যবস্থার সংস্কারের বিষয়ে অগ্রসর হবে, তখন আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পাবে। তিনি বলেন, “মানুষজন যখন সরকারের অর্থবহ পরিবর্তন সাধনের অঙ্গীকারটি বাস্তবায়ন প্রত্যক্ষ করবে, তখন তা সামনে হতে যাওয়া কঠিন অর্থনৈতিক সংস্কারগুলোর প্রতি সামাজিক সমর্থন বৃদ্ধি করবে।”

তার দুইদিনব্যাপী সফরে পাওয়ার শ্রীলঙ্কার জন্য মোট ৬ কোটি ডলারের সহায়তার ঘোষণা দেন। শনিবার রাজধানী কলম্বোর বাইরে জা-এলা-তে এক ধানক্ষেতে কৃষকদের প্রতিনিধিদের সাথে বৈঠকের পর, আগামী মৌসুমের আগে সময়মত কৃষিকাজে ব্যবহৃত কেমিক্যাল কিনতে তিনি ৪ কোটি ডলারের ঘোষণা দেন।

রবিবার, তিনি বলেন যে, ঝুঁকিতে থাকা পরিবারগুলোর জন্য জরুরি মানবিক সহায়তা দিতে আরও অতিরিক্ত ২ কোটি ডলার দেওয়া হবে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।