News update
  • Bangladesh 2024, Nepal 2025: Youth Movements Force Leaders Out     |     
  • Nepal PM resigns as 19 killed in social media ban, graft protests     |     
  • Western Support for Israel Faces Growing Strains     |     
  • Nepal lifts social media ban after 19 killed in protests     |     
  • DU VC vows maximum transparency in Tuesday's DUCSU elections     |     

শি জিনপিং-পুতিনের সঙ্গে মোদি, ভারতকে নিয়ে যা বললেন ট্রাম্প

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2025-09-02, 6:16am

c4e4b878bbcbd373ed9a0100fa3ee952e24adf9839c98451-6981660d02e3fa1b63120dff1ccfb7af1756772208.jpg




এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠক হয়েছে, যেখানে তারা দুজন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের শুল্ক থেকে উদ্ভূত বিশ্ব বাণিজ্য এবং ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেছেন। আর এর কয়েক ঘণ্টা পরই, ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পক্ষে দ্বিগুণ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প আবারও ভারতের সাথে তার দেশের ‘একতরফা সম্পর্ক’ এবং রাশিয়ান তেল ও সামরিক সরঞ্জাম কেনার জন্য দেশটির ওপর উচ্চ আমদানি শুল্ক আরোপের কথা উল্লেখ করেছেন।

সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য তার মতো বোঝে, এমন লোক খুব কমই আছে।

তিনি বলেন, ‘... তারা (ভারত) আমাদের সাথে প্রচুর পরিমাণে ব্যবসা করে... তারা আমাদের দেশে প্রচুর পরিমাণে পণ্য বিক্রি করে। কিন্তু আমরা খুব কমই বিক্রি করি (ভারতে)। এখন পর্যন্ত, এটি সম্পূর্ণ একতরফা সম্পর্ক।’

ভারতকে ‘শুল্ক অপব্যবহারকারী’ হিসেবে উল্লেখ করে সমালোচনাও করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, ‘ভারত তার বেশিরভাগ তেল এবং সামরিক পণ্য রাশিয়া থেকে কেনে... যুক্তরাষ্ট্র থেকে খুব কম কেনে। তারা এখন তাদের শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে... কিন্তু দেরি হয়ে যাচ্ছে। তাদের এটা বহু বছর আগেই করা উচিত ছিল।’ সূত্র: এনডিটিভি