চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি’র) সিজিটিএন থিঙ্ক ট্যাঙ্ক এবং চীনের গণবিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও জনমত সংক্রান্ত প্রাকৃতিক পরিবেশ গবেষণালয়ের যৌথ উদ্যোগে ‘নতুন যুগের চীন’ শীর্ষক বৈশ্বিক জনমত জরিপের ফলাফল অনুসারে, মাত্র ৬.৩১ শতাংশ উত্তরদাতারা মনে করেন যে, যুক্তরাষ্ট্র ভবিষ্যতেও বিশ্বকে নিয়ন্ত্রণ করে যাবে।
পাঁচটি মহাদেশের যেসব দেশে জরিপ চালানো হয় সেসব দেশ হচ্ছে: যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যাণ্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ব্রাজিল, আর্জেটিনা, মেক্সিকো, থ্যাইল্যাণ্ড, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, নাইজেরিয়া, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা। জরিপে সংখ্যাগরিষ্ঠ উত্তরদাতা দেশ ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক বিনিময়ে চীনের অর্জিত সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।
জরিপে অংশগ্রহণকারীদের ৭৬.২৩ শতাংশ মনে করেন, ভবিষ্যতে ‘বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে চীন উল্লেখযোগ্য ভূমিকা’ পালন করবে। তা ছাড়া, ‘আন্তর্জাতিক সহযোগিতা’, ‘সভ্যতা বিনিময়’ এবং ‘আন্তর্জাতিক নিরাপত্তা’সহ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে চীন আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করেন যথাক্রমে ৬০.৬০, ৫৯.৮৭ ও ৫৪.৮০ শতাংশ উত্তরদাতা।
(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং, চীন।)