News update
  • CA Urges Formation of Body to Ensure Fair Rawhide Prices     |     
  • Rohingya Crisis Poses Growing Regional Stability Threat: Touhid     |     
  • NCP Leader Hasnat Allegedly Attacked in Gazipur     |     
  • China Launches Medical Visa Fast-Track for Bangladeshis     |     

এইচএসসিতে বৃত্তি পেলেন ৩১৮৬ শিক্ষার্থী

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2024-12-15, 11:17pm

img_20241215_231532-be091b3829d04c5b54464fdc979faa651734283059.jpg




২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে ঢাকা শিক্ষা বোর্ডে বৃত্তি পেয়েছেন ৩ হাজার ১৮৬ জন। তাদের মধ্যে ৩৬৫ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ২ হাজার ৮২১ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তির জন্য নির্বাচন করা হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।

এতে বলা হয়, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাবে। সরকার অনুমোদিত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে কোনো মাসিক বেতন দাবি করলে ওই শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃত্তির মেয়াদ ২০২৪ সালের জুলাই মাস থেকে কোর্সের মেয়াদকাল পর্যন্ত।

বৃত্তির শর্তে বলা হয়েছে, শিক্ষার্থীদের সদাচরণ, নিয়মিত উপস্থিতি ও সন্তোষজনক পাঠোন্নতি সাপেক্ষে বৃত্তি প্রদান করা হবে। কোনোভাবেই অনিয়মিত শিক্ষার্থী বৃত্তি পাবে না।

বৃত্তিগুলোর সংখ্যা, হার ও মেয়াদ নির্ধারিত। তবে প্রয়োজনবোধে সরকার কোনো কারণ না দেখিয়েই তা পরিবর্তন বা বাতিল করতে পারবে।

জিটুপি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে ব্যাংক হিসাবে বৃত্তির টাকা পাঠানো হবে। বৃত্তির ব্যয় চলতি অর্থবছরের রাজস্ব বাজেটের বৃত্তি বা মেধাবৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে।

মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক ৮২৫ টাকা এবং বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা দেওয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা পাবেন।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে পাস করেছে ৭৮ দশমিক ৬৪ শতাংশ। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী। আরটিভি।