প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা।
গত ১৮ ফেব্রুয়ারি সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় দায়ীদের বিচার ও ভিসি প্রো-ভিসির পদত্যাগসহ ৬ দফা দাবিতে এ স্মারকলিপি দেয়া হয়।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কুয়েট শিক্ষার্থীদের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে এ স্মারকলিপি দিয়ে আসেন। প্রধান উপদেষ্টার পক্ষে এক কর্মকর্তা এ স্মারকলিপি গ্রহণ করেন।
এর আগে, কুয়েট থেকে দুটি বাসে করে এসে ৮২ জন শিক্ষার্থী কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। তারা ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন এজন্য আর ফিরে যাবেন না বলে জানান। এসময় তারা হামলাকারীদের বিচার ও ভিসির পদত্যাগে ৬ দফা দাবি তুলে ধরেন।
সেখান থেকে তাদের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান।
যমনা থেকে ফিরে শিক্ষার্থীরা জানান, দাবি মেনে নেয়ার আশ্বাস পেয়ে তারা ক্যাম্পাসে ফিরে যাচ্ছেন। সময় সংবাদ