News update
  • Arab-Islamic summit over Israeli strike on Doha Monday     |     
  • NASA Rover Uncovers Strongest Hint of Ancient Life on Mars     |     
  • Eminent Lalon singer Farida Parveen passes away     |     
  • Dr Yunus mourns Farida Parveen's death     |     
  • From DUCSU to JUCSU, Shibir Extends Its Winning Streak     |     

জাকসু নির্বাচন: হল সংসদে ভিপি, জিএস ও এজিএস হলেন যারা

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-09-13, 8:56pm

00a4c0e3364ff2c825b7dbc13885161f00c93b287a7fe865-b4594277ce58ea8c6ce8a3acfa8a636e1757775394.jpg




জাকসু নির্বাচনের ফল ঘোষণার শুরুতে হল সংসদের ফলাফল ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টা থেকে হল সংসদের ফল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, কাজী নজরুল ইসলাম হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন রাকিবুল ইসলাম। জিএস নির্বাচিত হয়েছেন আলী আহমেদ। এজিএস নির্বাচিত হয়েছেন সামিন ইয়াসির।

আ ফ ম কামাল উদ্দিন হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন জিএমএম রায়হান কবীর। জিএস নির্বাচিত হয়েছেন আবরার শাহরিয়ার। এজিএস নির্বাচিত হয়েছেন রিপন মণ্ডল (বিনা প্রতিদ্বন্দ্বিতা)।

মীর মশাররফ হোসেন হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন খালেদ জুবায়ের। জিএস নির্বাচিত হয়েছেন শাহরিয়ার নাজিম। এজিএস নির্বাচিত হয়েছেন আরাফাত হোসেন।

মওলানা ভাসানী হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন আবদুল হাই স্বপন। জিএস নির্বাচিত হয়েছেন হৃদয় পোদ্দার। এজিএস নির্বাচিত হয়েছেন রাকিব হাসান।

শহীদ সালাম–বরকত সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন মারুফ হোসেন। জিএস হয়েছেন মাসুদ রানা, এজিএস আবরার আজিম ভূঁইয়া।

আলবেরুনী হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন রিফাত আহমেদ শাকিল। জিএস হয়েছেন মুনতাসির বিল্লাহ খান। এজিএস সাদমান হাসান খান।

নওয়াব ফয়জুন্নেসা হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন বুবলী আহমেদ (বিনা প্রতিদ্বন্দ্বিতা)। জিএস হয়েছে সুমাইয়া খানম (বিনা প্রতিদ্বন্দ্বিতা), এজিএস প্রার্থী নেই।

১০ নম্বর (ছাত্র) হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন আসিফ মিয়া। জিএস নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান। এজিএস নির্বাচিত হয়েছেন নাদিম মাহমুদ।

১৫ নম্বর (ছাত্রী) হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন শারমীন খাতুন (বিনা প্রতিদ্বন্দ্বিতা)। জিএস মেহনাজ মোহনা ও এজিএস নির্বাচিত হয়েছেন শাহানা আক্তার।

১০ নম্বর (ছাত্রী) হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন ঐশী সরকার (বিনা প্রতিদ্বন্দ্বিতা)। জিএস নির্বাচিত হয়েছেন ফারজানা তাবাসসুম। এজিএস প্রমা রাহা।

শহীদ রফিক-জব্বার হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন মেহেদি হাসান। জিএস হয়েছেন শরিফুল ইসলাম ও এজিএস নির্বাচিত হয়েছেন আরিফুল ইসলাম।

২১ নম্বর (ছাত্র) হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন ইবনে শিহাব। জিএস হয়েছেন ওলিউল্লাহ মাহাদী। এজিএস হয়েছেন তুষার আহমেদ।

শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন সিফাত উল্লাহ।জিএস হয়েছেন মাহমুদুল হাসান। এজিএস নির্বাচিত হয়েছেন তারিক আহমেদ।

বেগম খালেদা জিয়া হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন ফারহানা রহমান, জিএস হয়েছেন ফাতেমা তুজ–জোহরা। এজিএস রায়হানা সরকার।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন অমিত কুমার বণিক। জিএস নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান। এজিএস নির্বাচিত হয়েছেন মির্জা আদনান ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতা)।

১৩ নং (ছাত্রী) হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন নাহাদাতুন হাসানা। জিএস মোহসিনা তুবা এবং এজিএস নির্বাচিত হয়েছেন সাদিয়া মেহজাবিন।

জাহানারা ইমাম হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন মোছা মাহমুদা খাতুন। জিএস হয়েছেন রিজওয়ানা বুশরা খান। এজিএস পদে (দুজন সমানসংখ্যক ভোট) নির্বাচিত হয়েছেন লামিয়া জান্নাত (প্রথম ৬ মাস, জ্যেষ্ঠতার ভিত্তিতে), সাদিয়া খাতুন (পরের ৬ মাস)।

বেগম সুফিয়া কামাল হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন জান্নাতুল নাঈম। জিএস হয়েছেন রুবিনা। এজিএস পদে নির্বাচিত হয়েছেন সুমাইয়া আক্তার।

বীর প্রতীক তারামন বিবি হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন ফারজানা আক্তার উর্মি। জিএস হয়েছেন প্রিয়াংকা কর্মকার প্রিয়া। এজিএস পদে নির্বাচিত হয়েছেন লাবন্য।

রোকেয়া হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন তাসনিম খন্দকার। জিএস পদে নির্বাচিত হয়েছেন নাবিলা মাহজাবিন। এজিএস পদে নির্বাচিত হয়েছেন ফাহমিদা আক্তার সাউদা।

প্রীতিলতা হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন সুমাইয়া আক্তার মিথি। জিএস পদে নির্বাচিত হয়েছেন ইফফা রহমান ইফফা। এজিএস পদে নির্বাচিত হয়েছেন নাফিসা তাসনিম সূচি।