চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী (মানিক)।
রোববার (২১ সেপ্টেম্বর) চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, চবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাসহ এক বছরের জন্য প্রক্টর পদে নিয়োগ দেওয়া হলো। এ নিয়োগ আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।
এর আগে, প্রক্টরের পদত্যাগের দাবিতে বামপন্থী সংগঠনের নেতাসহ কয়েকজন শিক্ষার্থী অনশন কর্মসূচি পালন করেন। তখন প্রশাসন তাদের আশ্বাস দেয় যে দাবি নিয়ে আলোচনা হবে। এ ছাড়া বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ঘিরে সদ্য সাবেক প্রক্টর ড. তানভীর হায়দার আরিফ সমালোচনার মুখে পড়েন।
গত ৩০ ও ৩১ আগস্ট এলাকাবাসীর সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় নিষ্ক্রিয় দেখা যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রক্টোরিয়াল বডিকে। এ সময় তারা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হলে সংঘর্ষ ভয়াবহ রূপ নেয় এবং বহু শিক্ষার্থী হতাহত হন। এরপর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ঘটনার দায় প্রক্টরের ওপর চাপিয়ে তার অপসারণ দাবি করতে থাকেন।
আসন্ন চাকসু নির্বাচনে প্রক্টরের ওপর অনাস্থা প্রকাশ করে অনেক প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিতব্য চাকসু নির্বাচনকে সামনে রেখে সদ্য সাবেক প্রক্টর ড. তানভীর হায়দার আরিফকে অব্যাহতি দিয়েছে প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষক প্রশাসনিক পদে নিয়োগ পেলে সর্বোচ্চ তিন বছর দায়িত্ব পালন করতে পারেন। প্রথমে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়, পরবর্তীতে তা নবায়ন করা হয়ে থাকে। গত বছর ২১ সেপ্টেম্বর প্রক্টরের দায়িত্ব নিয়েছিলেন ড. তানভীর হায়দার আরিফ। তবে দায়িত্বের মেয়াদ আর নবায়ন না করে তাকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।আরটিভি/