News update
  • UNRWA Report on the Humanitarian Crisis in Gaza & West Bank     |     
  • Interim govt plans promotion drive to boost bureaucracy     |     
  • Pakistan Reels Under Monsoon Deluge as Death Toll Climbs      |     
  • Prof Yunus stresses transparency in finalising July Charter     |     
  • Fakhrul suspects plot to thwart February polls     |     

টস জিতে অজিদের ব্যাটিংয়ে পাঠাল নিউজিল্যান্ড

গ্রীণওয়াচ ডেক্স ক্রিকেট 2023-10-28, 12:38pm

image-245493-1698468479-744c80b73b21faf5f2afdd2693a47d451698475098.jpg




বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে ওশেনিয়া মহাদেশের দুই পরাশক্তি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এ ম্যাচে টস জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম।

শনিবার (২৮ অক্টোবর) ভারতের ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়।

হাইভোল্টেজ এ ম্যাচে দুই দলের একাদশেই পরিবর্তন এসেছে। ক্যামেরুন গ্রিনের পরিবর্তে অজি একাদশে ফিরেছেন ট্রাভিস হেড। অন্যদিকে মাংসপেশীতে চোট ছিটকে যাওয়া মার্ক চাপম্যানের বদলে খেলছেন জিমি নিশাম। তারা দুজনেই প্রথমবারের মতো চলতি বিশ্বকাপে সুযোগ পেয়েছেন।

অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, জস ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড। 

নিউজিল্যান্ড একাদশ : ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারেল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।তথ্য সূত্র আরটিভি নিউজ।