News update
  • UNRWA Report on the Humanitarian Crisis in Gaza & West Bank     |     
  • Rail link with Khulna cut off as train derails in Chuadanga     |     
  • 3 killed, 10 injured in Pabna Bus-truck collision     |     
  • UN Chief Appalled as Gaza Crisis Deepens, Aid Blocked     |     
  • Dhaka’s air quality ‘moderate’ also on Friday morning     |     

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেক্স ক্রিকেট 2023-11-07, 11:21am

image-246846-1699329198-973e1db3134efc48ad0f56b3f04fbc7e1699334480.jpg




তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে পাকিস্তান নারী দলের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা।

আজ (৭ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে সকাল সাড়ে ৯টায়।

প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। এ ম্যাচে জয় নিয়ে ঘুরে দাঁড়াতে চায় নিগার সুলতানা জ্যোতির দল। আর প্রথম ওয়ানডের সাফল্যকে পুঁজি করে এগিয়ে যেতে চায় পাকিস্তান।

বাংলাদেশ একাদশ : সুবহানা মুস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রিতু মনি, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার ও নিশিতা আক্তার নিশি।

পাকিস্তান একাদশ : সিদারা আমিন, সাদাফ শামাস, বিসমাহ মারুফ, নিদা দার (অধিনায়ক), ইরাম জাভেদ, আলিয়া রিয়াজ, নাজিহা আলভি, উম্মে-ই- হানী, দিয়ানা বেইগ, নিশরা সান্ধু ও সাদিয়া ইকবাল।তথ্য সূত্র আরটিভি নিউজ।