News update
  • BSEC Chairman’s resignation urged to stabilise stock market     |     
  • Rain, thundershowers likely over 8 divisions: BMD     |     
  • First freight train leaves Mongla carrying molasses     |     
  • 2 dead, six hurt in Sherpur micro-autorickshaw-motorbike crash     |     
  • One killed over loud music row at wedding party in Natore     |     

কাউন্টিতে আবারও সাকিবের ঝলক

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-09-12, 5:49am

7ee93b107f88721e62c5744ea2d2618faf99507831085b16-ed4dbbd13101ccb5e2006c1c7db3dbe81726098559.jpg




ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি ম্যাচই খেলতে গিয়েছেন সাকিব আল হাসান। চার দিনের টেস্টে তৃতীয় দিন শেষে বাংলাদেশের এই অলরাউন্ডার অসামান্য অবদান রেখেছেন। প্রথম ইনিংসে বল হাতে ৪ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসেও ঝলক দেখিয়েছেন তিনি।

সারে বনাম সমারসেটের ম্যাচে তৃতীয় দিন শেষে ৯ উইকেট হারিয়ে ১৯০ রানে এগিয়ে আছে সমারসেট। দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষের ৯ উইকেটের চারটিই নিয়েছেন সাকিব।

২৫ ওভার বোলিং করে ৮৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন সাকিব। আউট করেছেন আর্চি ভন, জেমস রিউ, টম আবেল এবং লুইস গ্রেগরির মতো গুরুত্বপূর্ণ ৪ ব্যাটারকে।

এর আগে এদিন ব্যাটিংয়ে নেমে তেমন সুবিধা করতে পারেননি সাকিব। ২৪ বলে ১২ রান করে ফিরেছেন জ্যাক লিচের বলে ক্যাচ দিয়ে। তার দল অবশ্য ভালোই লড়াই করেছে। টম কারেনের ৮৬, রায়ান প্যাটেলের ৭০ এবং বেন গেডেসের ৫০ রানে প্রথম ইনিংসে ৩২১ রানে থামে সারের ইনিংস।

প্রথম ইনিংসে সমারসেটকে ৩১৭ রানে আটকে দেয় সারে। ৪ উইকেট নিয়ে দলের সেরা বোলার ছিলেন সাকিব।  তথ্য সূত্র আরটিভি নিউজ।