News update
  • Will Cumilla’s long abandoned airport surge back to life     |     
  • Expanding Bangladesh-Afghanistan Trade Prospects     |     
  • End misuse of police, ensure pol neutrality: Noted Citizens     |     
  • Decision on corridor must come from Parliament: Tarique     |     
  • Two teens killed in landslide while playing football in Ctg     |     

শতকের আক্ষেপ নিয়ে আউট মিরাজ, প্রোটিয়াদের লক্ষ্য ১০৬

ক্রিকেট 2024-10-24, 10:23am

ret4523523-4d4b6f6aa2c6a872994b39b809dd9bfd1729743805.jpg




চতুর্থ দিনের শুরুতে ৭ উইকেটে ২৮৩ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ।

তবে বেশিক্ষণ টিকতে পারেনি স্বাগতিকরা। ৩০৭ রানে থামে বাংলাদেশের ইনিংস।

মেহেদী হাসান মিরাজ আউট হব ৯৭ রানে। প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা পেয়েছেন ৬ উইকেট।

টেস্ট ক্যারিয়ারে ১৫তম বার পাঁচ উইকেটের দেখা পেলেন এই পেসার।

দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়িয়েছে ১০৬ রান।