News update
  • 40,000 people marooned in Kushtia flood; 13 schools shut     |     
  • Ganga inundates low-lying areas in Rajshahi forcing evacuation     |     
  • Yunus Invites Malaysian Investors to Explore Bangladesh     |     
  • Guterres Seeks Probe Into Gaza Journalist Killings, Hunger Deaths     |     
  • India Restricts Key Jute Imports via Land Borders     |     

সৌম্যর বিদায়, চাপ বাড়ছে বাংলাদেশের

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-12-16, 7:36am

377805_1-5126adc44aa2eb8336c5974167850b6e1734312961.jpg




ওপেনিংয়ে তানজিদ তামিমকে নিয়ে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন সৌম্য সরকার। তবে, তামিমের পাশাপাশি লিটন-আফিফরা তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। যার ফলে প্রথম ১০ ওভারে খুব বেশি রান জড়ো করতে পারেনি বাংলাদেশ। তবে, জাকেরকে নিয়ে গড়েন দারুণ জুটি। এই জুটির পঞ্চাশ রান পূরণের পর ফেরেন জাকির ও সৌম্য দুজনই। জাকের ২৭ বলে ২৭ ও সৌম্য ৩২ বলে করেন ৪৩ রান। ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করতে পেরেছে বাংলাদেশ।

আগে ব্যাট করতে নেমে মাত্র ৩০ রানের মাথায় তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে বাংলাদেশ। তবে,সৌম্য সরকার ও জাকের আলী অনিকের ব্যাটে সেই চাপ সামলে এগিয়ে যাচ্ছে সফরকারীরা। ১১ ওভার শেষে সংগ্রহ ৭২ রান। ফিফটির পথে আছেন সৌম্য।

চাপে বাংলাদেশ, গোল্ডেন ডাক লিটনের 

নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত না থাকায় টি-টোয়েন্টিতে অধিনায়কের দায়িত্ব পড়েছে লিটন দাসের কাঁধে। লিটনের অধিনায়কত্বে ওয়ানডের ব্যথতা ভুলে টি-টোয়েন্টি সিরিজে নতুন শুরুর আশা বাংলাদেশের। সেই লক্ষ্যে টস হেরে আগে ব্যাটিংয়ে সফরকারীরা। শুরুটা ভালো হয়নি ফিল সিমন্স শিষ্যদের। আজ সোমবার (১৬ ডিসেম্বর) আগে ব্যাটিংয়ে নেমে প্রথম দুই ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৫ রান করে বাংলাদেশ। তবে, এরপর স্পিনার আখিল হোসেনের পরপর দুই বলে ফেরেন তামিম ও লিটন। অধিনায়ক লিটন তো প্রথম বলেই ফেরেন সাজঘরে। ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ ‍উইকেটে ৫৬ রান।

বাংলাদেশ একাদশে তিন পেসার, দুই স্পিনার

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ একাদশে পেস বিভাগে তাসকিন আহমেদের সঙ্গে থাকছেন হাসান মাহমুদ ও তানজিম হাসান। স্পিনে শেখ মেহেদি হাসান ও রিশাদ হোসেন। এছাড়া দলের প্রয়োজনে হাত ঘোরাতে পারেন আফিফ হোসেন ও সৌম্য সরকার।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), শামীম হোসেন, তানজিদ হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।

আরও একবার টসে হারল বাংলাদেশ। ফরম্যাট বদলালেও টস ভাগ্য বদলায়নি বাংলাদেশের। এবারও টসে হেরে আগে ব্যাটিংয়ে সফরকারীরা। বিশ্বকাপে সেন্ট ভিনসেন্টে তিন ম্যাচ খেলে দুইটা জিতেছে বাংলাদেশ, যে ম্যাচ হেরেছ সেই হারে বিদায় নিতে হয়েছে বিশ্বকাপ থেকে। তবে জিতলেও ম্যাচগুলো ছিলো না সহজ। এমনকি নেপালের বিপক্ষেও কঠিন সময় পার করতে হয়েছিলো লাল সবুজের প্রতিনিধিদের।