News update
  • UNRWA Situation Report #156 on Crisis in Gaza and West Bank     |     
  • Efforts on to put a single box in favour of Islam in next polls: IAB     |     
  • Earthquake jolts Dhaka and other parts of Bangladesh     |     
  • UN to strengthen cooperation with League of Arab States     |     
  • Ten eminent writers to receive Bangla Academy Literary Award     |     

চট্টগ্রাম পর্ব শেষে টেবিলের শীর্ষ দুইয়ে রংপুর ও বরিশাল, বাকিরা কোথায়?

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-01-24, 2:50pm

img_20250124_144909-9862fd0c3250cb7749447dd757b23ed61737708642.jpg




খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ দিয়ে শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের চট্টগ্রাম পর্বের খেলা। যেখানে সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে খুলনা। দুই দিন বিরতি পর আবারও ঢাকায় ফিরবে বিপিএল।

বিপিএলে অংশগ্রহণকারী সাতটি দল অন্তত ৮টি করে ম্যাচ খেলেছে। তবে ১০টি করে ম্যাচ খেলেছে দুটি দল—দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস। ৯টি করে ম্যাচ খেলেছে খুলনা টাইগার্স, চিটাগং কিংস, সিলেট স্ট্রাইকার্স। একমাত্র ৮টি ম্যাচ খেলেছে ফরচুন বরিশাল।

চট্টগ্রাম পর্ব শেষে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই। ৯ ম্যাচে ৮ জয় নিয়ে শীর্ষে রয়েছে রংপুর। দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন বরিশাল। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে চিটাগং ও খুলনা।

আগামী রোববার (২৬ জানুয়ারি) থেকে ১ ফেব্রুয়ারি হবে লিগ পর্বের শেষ ১০টি ম্যাচ। এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ৩ ফেব্রুয়ারি, দ্বিতীয় কোয়ালিফায়ার ৫ ফেব্রুয়ারি আর ৭ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে বিপিএলের। আরটিভি।