News update
  • US ambassador warns of China's growing manufacturing dominance     |     
  • PKSF, BARC join hands to boost agricultural research and growth     |     
  • Govt Officials Barred From Backing ‘Yes’ or ‘No’ in Vote     |     
  • Iran dismisses Trump’s threats, vows swift response to any US attack     |     
  • Student-led shrimp farming sparks rural aquaculture boom in Naogaon     |     

পাকিস্তানের বিশ্বকাপ বয়কট করলে অন্য দেশের অংশগ্রহণের ইচ্ছা

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-01-29, 7:41pm

rwrwerwerw-98e82afbf0c87098f85e05cb39f5e88a1769694110.jpg




টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বয়কট নিয়ে তৈরি হওয়া বিতর্ক এবার নতুন মাত্রা পেয়েছে আইসল্যান্ড ক্রিকেট দলের রসিকতায়। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ার পর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির কঠোর সমালোচনার কারণে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানকে ‘ট্রল’ করেছে আইসল্যান্ড ক্রিকেট।

আইসল্যান্ড ক্রিকেট তাদের অফিসিয়াল পোস্টে মজার ছলে জানায়, যদি পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তবে তাদের পরিবর্তে আইসল্যান্ড দল খেলতে প্রস্তুত রয়েছে। পোস্টটিতে তারা আরও যোগ করে, ‘পাকিস্তানের সিদ্ধান্ত দ্রুত জানতে হবে, কারণ ২ ফেব্রুয়ারি যদি তারা সরে দাঁড়ায়, তাহলে কলম্বো যাওয়ার ফ্লাইট শিডিউল ঠিক করা কঠিন হবে। আর আমাদের ওপেনার আবার ঠিকঠাক ঘুমোতেও পারে না!’ এই পোস্টটি ক্রীড়াপ্রেমীদের মধ্যে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

পেছনে রয়েছে ভারতের নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়ার ঘটনা। বাংলাদেশ খেলতে অস্বীকার করলে আইসিসি তাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে। এই সিদ্ধান্তের প্রতিবাদে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি দাবি করেন, পূর্ণ সদস্য দেশের মর্যাদায় বাংলাদেশেরও পাকিস্তানের মতো ‘হাইব্রিড মডেল’ সুবিধা পাওয়া উচিত ছিল। হাইব্রিড মডেলের অধীনে পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কার কলম্বোতে খেলবে।

তবে আইসিসি জানিয়েছে, ভারত কর্তৃক স্বাধীন নিরাপত্তা মূল্যায়নে বাংলাদেশের জন্য কোনো বিশ্বাসযোগ্য হুমকি পাওয়া যায়নি। মহসিন নাকভির কঠোর অবস্থানের পর পাকিস্তান টুর্নামেন্ট বয়কট করতে পারে এমন গুঞ্জন আবারও জোরালো হয়েছে। তবুও পিসিবি ইতোমধ্যে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে।

বিশ্বকাপের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এখন ক্রীড়াপ্রেমীদের নজর কাড়েছে। পাকিস্তান অংশগ্রহণ করবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।