চালু হওয়ার পর প্রথমবার পদ্মা সেতু পাড়ি দিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শুক্রবার (৭ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে রাষ্ট্রপতির গাড়িবহর পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোলপ্লাজা অতিক্রম করে।
পরে বিকেল ৪টায় টুঙ্গিপাড়া পৌঁছালে রাষ্ট্রপতিকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিকেলে পৌনে ৫টার দিকে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি। এরপর পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে সই করবেন তিনি।
এর আগে সকালে পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়া পৌঁছান প্রধানমন্ত্রী ও তার বোন শেখ রেহানা। পরে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
রাষ্ট্রপতি শিবচর থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। রাত সাড়ে ৮টায় রাষ্ট্রপতির বঙ্গভবনে পৌঁছানোর কথা রয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।