News update
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     
  • New gas reserve found in old well at Sylhet Kailashtila field     |     
  • Revenue earnings shortfall widens in October     |     

কুয়াকাটায় উচ্ছেদ অভিযান, ছয় শতাধিক পরিবার খোলা আকাশের নিচে

খবর 2022-11-14, 5:12pm

4000 people have been rendered homeless by the eviction drive in Kuakata



পটুয়াখালী:  কুয়াকাটা  সৈকত সংলগ্ন বেড়িবাঁধের বাহিরে দীর্ঘ বছর যাবৎ বসবাসকারী ছয় তাধিক পরিবারেরকে উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। 

রবিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শংকর চন্দ্র বৈদ্য ও জেলা প্রশাসকের একটি টিম। অভিযানে প্রায় চারহাজার ছিন্নমূল  মানুষ আশ্রয় হারিয়েছে। 

কুয়াকাটা পৌরসভার ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের উচ্ছেদ হওয়া এইসকল পরিবারের শিশু, বৃদ্ধ ও নারি সহ সবাইকে খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে। কেউ তাবু, মশারী টাঙ্গিয়ে রাত কাটিয়েছে। আবার কেউ স্বজনদের ঘুম পাড়িয়ে পাশে বসে রাত কাটিয়েছে। 

হোসেনপাড়া গ্রামের নাসির উদ্দিন বলেন, ঘড় ভেঙে দেয়ার কারনে বাচ্চাগুলো ঘুমের জন্য কান্নাকাটি করে। তাই তাবু খাটিয়ে দিয়ে পাশে বসে আছি। আমাদের থাকার কোনো জায়গা নেই। 

নাছিমা নামের এক গৃহিণী জানান, আমার স্বামী গত ৪০বছর যাবৎ মামলা চালিয়েছে। ৬০-৭০ বছর বসবাস করছি এখানে। হঠাৎ আজকে ঘর ভেঙে দিল। কই যাব ছেলে-মেয়ে নিয়ে, আমরা সরকারের কাছে পূর্নবাসন চাই। - গোফরান পলাশ