ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক বলেছেন, আগামী ২৬ মার্চ থেকে সব স্টেশনে থামবে মেট্রোরেল। তবে শুরুতে রাজধানীর দিয়াবাড়ি থেকে মেট্রোরেলের এমআরটি-৬ লাইনের মাধ্যমে আগারগাঁও অংশে চলবে। মাঝখানে কোনো স্টেশনে থামানো হবে না।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এম এ এন সিদ্দিক বলেন, শিক্ষার্থীদের জন্য মেট্রোরেলে কোনো হাফ ভাড়ার ব্যবস্থা থাকছে না। গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নির্ধারিত থাকলেও মেট্রোরেলে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আগামীতে হাফ ভাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হবে কিনা এখনই তা বলা যাচ্ছে না।
তিনি বলেন, এমনিতেই মেট্রোরেলে খরচের ৩৩ থেকে ৩৫ শতাংশ কম ভাড়া নির্ধারণ করা হয়েছে। আর যারা স্থায়ী কার্ড কিনে যাতায়াত করবেন, তাদের জন্য ১০ শতাংশ ছাড়ের ব্যবস্থা রয়েছে। এছাড়া মুক্তিযোদ্ধারা বিনা মূল্যে যাতায়াতের সুযোগ পারবেন এবং পঙ্গুদের জন্য রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। এসব কারণে শিক্ষার্থীদের জন্য আলাদা করে হাফ ভাড়ার ব্যবস্থা এখনই করা যাচ্ছে না।
এমডি বলেন, রাজধানীর সব স্টেশনেই মেট্রোরেল থামানোর জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। কিন্তু মানুষ এবিষয়ে এখনো অভ্যস্ত নয় বলে সব স্টেশনে থামানো যাচ্ছে না। আগামী তিন মাস মানুষকে অভ্যস্ত করার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।