News update
  • A welcome rare momentum to reach a permanent ceasefire in Gaza     |     
  • Indonesia school collapse kills 17, dozens still missing     |     
  • Gazans Welcome Trump Ceasefire Call as Hostages Set for Release     |     
  • Conservative Takaichi Poised to Become Japan’s First Woman PM     |     

২৮ অক্টোবরের সমাবেশ, যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের সতর্কতা

গ্রীণওয়াচ ডেক্স খবর 2023-10-26, 10:48pm

resize-350x230x0x0-image-245304-1698335564-9dd9544676fef31b2e26b9f66f50e89f1698338895.jpg




বাংলাদেশে ভ্রমণ ও চলাফেরার বিষয়ে নিজ দেশের নাগরিকদের সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মূলত আগামী ২৮ অক্টোবরের রাজনৈতিক সমাবেশ ঘিরে দুই দেশের নাগরিকদের সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস ও যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এ সতর্কতা বার্তা দেওয়া হয়।

যুক্তরাষ্ট্র দূতাবাসের সতর্ক বার্তায় বলা হয়, আগামী ২৮ অক্টোবর ঢাকা এবং সারাদেশের অন্যান্য শহরে রাজনৈতিক সমাবেশের পরিকল্পনা করা হয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় সমাবেশের কর্মসূচি রয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের কাছে এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের কাছে ভিআইপি রোডে।

মার্কিন নাগরিকদের সতর্কতা গ্রহণ এবং মনে রাখা উচিত যে, বিক্ষোভগুলোতে সংঘর্ষে হতে পারে। বিক্ষোভ এড়াতে এবং কোনো বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করতে মার্কিন নাগরিকদের আহ্বান জানানো হয়।

অন্যদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে দেওয়া বার্তায় আগামী ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক সমাবেশের কর্মসূচির কথা উল্লেখ করা হয় এবং এক্ষেত্রে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়। তথ্য সূত্র আরটিভি নিউজ।