News update
  • Armed forces' magistracy powers extended by 60 days     |     
  • Hamid's departure: Body formed, Kishoreganj SP withdrawn     |     
  • The Taliban Took Everything – Even My Hope     |     
  • Port Sudan: No let-up in drone attacks     |     
  • ৬৪ লাখ টাকা খরচ করেও স্বপ্নই রয়ে গেল ইতালি     |     

চলতি মাসেই মন্ত্রিসভার আকার বাড়ছে!

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-02-04, 7:52am

rytrrueu-a70bd4a1f12be91790495313bf8f2aa41707011597.jpg




চলতি ফেব্রুয়ারি মাসেই দ্বাদশ সংসদের মন্ত্রিসভার আকার বাড়তে পারে বলে জানা গেছে। এতে জায়গা পেতে পারেন দলটির কয়েকজন ত্যাগী নেতা ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরাও।

শনিবার (৩ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, চলতি বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। এরপর টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করে দলটি। শপথ নেন প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার ৩৭ সদস্য। এর মধ্যে ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী। গত সংসদে মন্ত্রিপরিষদের সদস্য ছিলেন ৪৭ জন। গতবারের ১৪ মন্ত্রী, নয়জন প্রতিমন্ত্রী ও দুজন উপমন্ত্রী এবারের মন্ত্রিসভায় জায়গা পাননি।

দলটির সূত্র জানায়, সরকারের কাজের পরিধি বেড়ে যাওয়ায় মন্ত্রিসভার আকার বাড়ানোর চিন্তাভাবনা চলছে। চলতি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে মন্ত্রিসভার আকার বাড়তে পারে। এতে আওয়ামী লীগের ত্যাগী, জনপ্রিয় ও তরুণ সংসদ সদস্যরা স্থান পেতে পারেন। এ ছাড়া সংরক্ষিত নারী আসন থেকে টেকনোক্র্যাট কোটায় কেউ মন্ত্রীও হতে পারেন— এমন গুঞ্জনও চলছে।

এ বিষয়ে আওয়ামী লীগের এক জ্যেষ্ঠ নেতা বলেন, দ্বিতীয় দফায় সংরক্ষিত নারী আসন থেকেও একজন মন্ত্রিসভার সদস্য হতে পারেন। এ ছাড়া ১৪ দলীয় জোটেরও কেউ এখানে স্থান পেতে পারেন।

এদিকে মন্ত্রিসভার আকার বাড়ছে কি না— জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমকে বলেন, মন্ত্রিসভার একটু বাড়তে পারে। নারীদের জন্য সংরক্ষিত যেসব আসন, সেসব আসনের নির্বাচন শেষ হলে সেখান থেকেও যুক্ত হতে পারেন। প্রধানমন্ত্রী ইচ্ছা করলে তিনি যুক্ত করতে পারেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।